শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মহানগর

কারিগরি ও মাদরাসা বিভাগের সচিবের সঙ্গে জমিয়াতুল মোদার্রেছীন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ৩:৫৫ এএম

গতকাল বুধবার, বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীনের মহাসচিব আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা শাব্বীর আহমদ মোমতাজীর নেতৃত্বে সংগঠনের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম খান এর সাথে সৌজন্য সাক্ষাতে মিলিত হয়ে মাদরাসা শিক্ষা ও শিক্ষকদের বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন, এসময় সচিব জনাব মোঃ আমিনুল ইসলাম খান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী উভয়ই যথেষ্ট মাদরাসা শিক্ষা দরদী। মাদরাসা শিক্ষাকে আরো আধুনিক ও যুগোপযুগি করে তোলার জন্য ইতিমধ্যেই আমরা নানামুখি কাজ শুরু করেছি। শিক্ষক-শিক্ষার্থীদের যেসকল সমস্যা রয়েছে তা খুবই সল্প সময়ের মধ্যে সমাধান হবে ইনশাআল্লাহ। বিশ্বপ্যাপী চলমান মহামারি করোনা সংকট স্বাভাবিক হলে জমিয়াতুল মোদার্রেছীন কমপ্লেক্সে এসে সংগঠনের সকল নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করবেন বলে উপস্থিত সকলকে আস্বস্ত করেন। সৌজন্য সাক্ষাৎ কালে সচিব মহোদয়ের নিকট মাদরাসা শিক্ষায় বিদ্যমান বিভিন্ন সমস্যা ও এর সমাধানের প্রস্তাবনা সম্বলিত লিখিত একটি ডকুমেন্টারী পেশ করা হয়। যেখানে স্বতন্ত্র ও সংযুক্ত ইবতেদায়ী মাদরাসাসমূহের বিভিন্ন জটিলতা, জনবল কাঠামো ও এমপিও নীতিমালা সংশোধনী, ৯ম ও আলিম শ্রেণির পাঠদান ও একাডেমিক স্বীকৃতি, সহকারী গ্রন্থাগরিক/ক্যাটালগার নিয়োগ সমস্যা উল্লেখযোগ্য। সভায় জমিয়াত নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সহ-সভাপতি, আলহাজ্ব অধ্যক্ষ ড. মাওলানা মুফতি কাফিল উদ্দীন সরকার ছালেহী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক, আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা আব্দুর রাজ্জাক, যুগ্ম মহাসচিব, আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা আ খ ম আবুবকর সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক, আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা হাসান মাসুদ, ফেনী জেলা সভাপতি, আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা হুসাইন আহমদ ভূইয়া ও বরিশাল মহানগর সেক্রেটারী, আলহাজ্ব অধ্যক্ষ মাওলানা নজরুল ইসলাম প্রমুখ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন