শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ঝালকাঠিতে মা ইলিশ রক্ষায় পুলিশ সুপারের অভিযান

ঝালকাঠি জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ অক্টোবর, ২০২০, ২:৫৯ পিএম

মা ইলিশ রাক্ষায় ঝালকাঠির সুগন্ধা ও বিষখালী নদীতে পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন নেতেৃত্বে অভিযান চালিয়েছে জেলা পুলিশ। বুধবার গভীর রাতে এ অভিযান চালানো হয়। অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, ডিবির পরিদর্শক (ওসি) ইকবাল বাহার খান, নলছিটি থানার পরিদর্শক (ওসি) আবদুল হালিম তালুকদারসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অভিযানের সময় নদীতে কোন জেলেকে জাল ফেলতে দেখা যায়নি।
পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, প্রজনন মৌসুমের নিষিদ্ধকালীন সময়ে জেলেরা যেন নদীতে নেমে ইলিশ শিকার করতে না পারে সে ব্যাপারে জেলা পুলিশের এ অভিযান অব্যাহত থাকবে।
মা ইলিশ রক্ষায় গত ১৪ অক্টোবর থেকে আগামী ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ আহরণ, সংরক্ষণ, পরিবহন ও ক্রয়-বিক্রয় নিষিদ্ধ ঘোষণা করেছে সরকার।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন