বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

মা ইলিশ রক্ষায় ৪৪৭ জনকে কারাদন্ড ৯ লাখ টাকা জরিমানা

আরিচা সংবাদদাতা | প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০২০, ৩:২৭ পিএম

পদ্মা-যমুনায় মা’ ইলিশ রক্ষা অভিযানে গত ২২ দিনে ৪৪৭ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও ৯ লাখ ২৬ হাজার ৮ শত টাকা জরিমানা করা হয়েছে। ১৩৩টি অভিযানকালে ৮৫ লাখ ৯৯ হাজার ঘনমিটার কারেন্ট জাল ও অন্যান্যে উপকরণ ধ্বংস করা হয়। এছাড়া, ৩৬৭ কেজি উদ্ধারকৃত ইলিশ বিভিন্ন এতিমখানা ও মসজিদে দেয়া হয়। 

উল্লেখ্য, নিষেধাজ্ঞা অমান্য করে পদ্মা-যমুনায় মাছ ধরার দায়ে গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত মানিকগঞ্জের শিবালয়ে ৪৮টি, দৌলতপুরে ৪০ ও হরিরামপুরে ৪৫ অভিযানে আটক ৪৪৭ জনকে ভ্রাম্যমান আদালত দন্ড দেয়।
জেলা প্রশাসনের জিএম শাখার নির্বাহী ম্যাজিস্ট্রেট তাসমীরা আক্তার রোজী স্বাক্ষরিত পত্রে উল্লেখ করা হয়, গত ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ২২ দিনে পদ্মা-যমুনায় মা’ ইলিশ রক্ষা অভিযানে ৬১৫টি মামলা হয়।এতে, শিবালয়ে ২৯৩ মামলায় ২২৯ জনকে দেড় বছর পর্যন্ত কারাদন্ড, দৌলতপুরে ৩১৩ মামলায় ২১০ জন ও হরিরামপুরে ৯টি মামলায় ৮ জনকে কারাদন্ড দেয়া হয়।
শিবালয় উপজেলা সিনিয়র মৎস অফিসার রফিকুল আলম জানান, অভিযানে আটক প্রায় ৩১ লাখ ঘনমিটার নিষিদ্ধ জাল পোড়ানো হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন