শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

বঙ্গবন্ধুর শাহাদাৎবার্ষিকী উপলক্ষে ইসলামী ব্যাংকের আলোচনা ও দোয়া মাহফিল

প্রকাশের সময় : ১৪ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর উদ্যোগে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল গতকাল ইসলামী ব্যাংক টাওয়ারের মোহাম্মদ ইউনুস অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। ব্যাংকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুস্তাফা আনোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। ম্যানেজিং ডাইরেক্টর মোহাম্মদ আবদুল মান্নান-এর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান এম. আযীযুল হক, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান প্রফেসর সৈয়দ আহসানুল আলম, অডিট কমিটির চেয়ারম্যান হেলাল আহমদ চৌধুরী, পরিচালক প্রফেসর ড. কাজী শহিদুল আলম, মো. সাইফুল ইসলাম, এফসিএ, এফসিএমএ ও মো. জয়নাল আবেদীন। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডেপুটি ম্যানেজিং ডাইরেক্টর মুহাম্মদ আবুল বাশার, এক্সিকিউটি ভাইস প্রেসিডেন্ট ও কোম্পানি সচিব আবু রেজা মোহাম্মদ ইয়াহিয়া ও ইসলামী ব্যাংক অফিসার কল্যাণ সামিতির সভাপতি মো. আমিনুর রহমান। প্রধান কার্যালয়ের ঊর্র্ধ্বতন নির্বাহী, ঢাকার সকল জোন ও শাখা প্রধানগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ব্যাংকের শরীয়াহ্ সুপারভাইজরী কমিটির ভাইস চেয়ারম্যান মুফতী সাঈদ আহমেদ। বক্তারা বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭৪ সালে দ্বিতীয় ওআইসি শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার দ্বার উন্মোচন করেছেন। বঙ্গবন্ধু সরকারের অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ আইডিবি চার্টারে স্বাক্ষর করে দেশে ইসলামী ব্যাংক প্রতিষ্ঠার পথ সুগম করেন। যার ফলশ্রæতিতে ১৯৮৩ সালের ১২ আগস্ট এদেশে রাষ্ট্রীয় ও বেসরকারী উদ্যোগের সমন্বয়ে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড চালু হয়। ইসলামী ব্যাংক বঙ্গবন্ধুর স্বপ্নের আলোকে দারিদ্র্য দূরীকরণ ও বন্টনমূলক অর্থনীতি প্রসারে কাজ করে যাচ্ছে। সভায় দেশকে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে দুঃখী মানুষের মুখে হাসি ফুটানো ও বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার প্রত্যয় ব্যক্ত করা হয়। Ñপ্রেস বিজ্ঞপ্তি

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন