শুক্রবার ১৪ নভেম্বর ২০২৪, ৩০ কার্তিক ১৪৩১, ১২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে বালি উত্তোলনের ড্রেজার জব্দ

হাটহাজারী (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৯ অক্টোবর, ২০২০, ৩:৩৫ এএম

হাটহাজারীর দুর্গম পাহাড়ে অভিযান চালিয়ে বালু উত্তোলনের একটি ড্রেজার ও একশ ফুট পাইপ জব্দ করেছে উপজেলা প্রশাসন। রোববার (১৮অক্টোবর) বেলা সাড়ে ১২টা থেকে ৩ ঘটিকা পর্যন্ত টানা তিন ঘন্টার অভিযানে ফরহাদাবাদ ইউনিয়নের ছোট কাঞ্চনপুর এলাকার দুর্গম পাহাড় থেকে এসব জব্দ করা হয়।
অভিযানে নেতৃত্বে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন।
নির্বাহী কর্মকর্তা রুহুল আমিন অভিযান সম্পর্কে বলেন, ড্রেজার দিয়ে পাহাড় কাটার অভিনব পদ্ধতি আজ দেখলাম।
পাহাড়ের পাদদেশ দিয়ে বয়ে চলা ছড়ায় ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আর এ ফাঁকে অটোমেটিক বালুর পাহাড় ধ্বসে পড়ে। আর ধ্বসে পড়া পাহাড়ের সেই বালু উত্তোলন করার ফলে একসময় সেই এলাকা বিশাল এক পুকুরে পরিনত হয়।বুঝাই যাবেনা এখানে পাহাড় ছিল সেই পাহাড়ে গাছও ছিল।
অভিযানে বালু উত্তোলনের একটি ড্রেজার জব্দ করতে পারলেও উত্তোলনকারীরা সটকে পড়ায় কাউকে আটক সম্ভব হয়নি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন