উখিয়ার পালংখালীতে অবৈধ বালু উত্তোলনে ব্যবহৃত একটি ড্রেজার মেশিন ও আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করেছে বনবিভাগ।
রবিবার (১১ জুলাই) সকাল ১০ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত ইউনিয়নের থাইংখালী বিটের আওতাধীন তেলখোলা চাকমা পাড়া এলাকায় অভিযান চালিয়েছে এটি জব্দ করেন। তবে, এতে জড়িত কাউকে আটক করতে পারেনি অভিযানকারীরা।
এ বিষয়ে উখিয়া রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম বলেন, থাইংখালী বিটের আওতাধীন পাহাড়ি এলাকায় ড্রেজার মেশিন বসিয়ে একটি চক্র দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। এদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ড্রেজারসহ আনুষাঙ্গিক যন্ত্রপাতি জব্দ করা হয়। এ বিষয়ে মামলা প্রক্রিয়াধীন। পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।
এ জন্য এলাকাবাসীর সহযোগিতায় ও ব্যাপক গণসচেতনতা কামনা করেছেন রেঞ্জ কর্মকর্তা গাজী শফিউল আলম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন