ঝালকাঠিতে গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদা নিতে গিয়ে গোয়েন্দাদের হাতেই আটক হয়েছে কৌশিক বড়াল (২৫) নামে এক যুবক। রবিবার বিকেলে ঝালকাঠি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে তাকে আটক করে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সদস্যরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। কৌশিক বড়াল সদর উপজেলার শ্রীমন্তকাঠি গ্রামের কৃষ্ণকান্ত বড়ালের ছেলে।
ঝালকাঠির এনএসআই’র উপপরিচালক আবদুল কাদের জানান, সদর উপজেলার শেখেরহাট ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. শাহজাহানের কাছে বিভিন্ন সময় সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তা পরিচয় দিয়ে চাঁদাদাবি করে আসছিল কৌশিক বড়াল। শাহজাহান বিষয়টি এনএসআই সদস্যদের জানান। গোয়েন্দা সংস্থাটির পরামর্শে কৌশিক বড়ালকে চাঁদার টাকা নিতে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে আসতে বলেন শাহজাহান। রবিবার বিকেলে সে চাঁদার টাকা নিতে গেলে হাতে নাতে তাকে আটক করে এনএসআই সদস্যরা। পরে তাকে পুলিশে সোপর্দ করা হয়। এ ঘটনায় মো. শাহজাহান বাদী হয়ে ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন