রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রবাস জীবন

দুবাইয়ে বিশেষ সম্মাননা পেলেন ১৯ বাংলাদেশি

ছালাহউদ্দিন, আরব আমিরাত থেকে : | প্রকাশের সময় : ২০ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

করোনাভাইরাস প্রতিরোধ ও সতর্কতায় দুবাইয়ের কিছু এলাকায় লকডাউন থাকাকালীন সময়ে সঙ্কটাপন্ন অসহায় প্রবাসী বাংলাদেশিদের সহায়তার জন্য সংযুক্ত আরব আমিরাতের দুবাই প্রাদেশিক সরকারের আহবানে সাড়া দিয়ে মানবতার সেবায় স্বেচ্ছাসেবক হিসেবে নিরলসভাবে কাজ করতে গিয়ে কর্মদক্ষতা, সাহসিকতা, দায়িত্ববোধ, মনোবল ও সততার পরিচয় দিয়ে প্রশংসা কুড়িয়ে বিশেষ সম্মাননা পেলেন আমিরাত প্রবাসী বাংলাদেশি কমিউনিটির ১৯ সদস্যের টিম। গত রোববার দুবাইয়ে ওয়াতানি আল ইমারত ফাউন্ডেশনের ম্যানেজিং ডাইরেক্টর বেলহোল আল ফালাসি টিমের সদস্যদের হাতে সম্মাননা স্মারক ও দুবাই ক্রাউন প্রিন্সের ধন্যবাদ সম্বলিত বিশেষ ব্যাচ তুলে দেন। এ সময় টিম লিডার বাংলা এক্সপ্রেসের সহকারী সম্পাদক মুহাম্মদ মামুনুর রশীদের নেতৃত্বে টিমের সদস্যদের একাংশ উপস্থিত ছিলেন।
গত ৩১ মার্চ থেকে লকডাউন থাকাকালীন সময়ে তখন স্বেচ্ছাসেবক টিমের সদস্যরা দুবাইয়ের লকডাউনস্থ নাইফ, আল রাস, গোল্ডসোক ও আল দাগায়া এলাকায় প্রতিদিন দুবাই প্রাদেশিক সরকারের দেয়া খাবার করোনায় বিপর্যস্ত প্রবাসী বাংলাদেশিদের মাঝে বিতরণ করার পাশাপাশি অসুস্থ প্রবাসীদের সেবা নেয়ার ক্ষেত্রে পরামর্শ দেয়াসহ তাদের বিভিন্ন সমস্যার কথা শুনে কর্তৃপক্ষের কাছে জানিয়ে তা সমাধানের চেষ্টা করেছেন।
এদিকে জীবনের ঝুঁকি নিয়ে ওই সময় প্রবাসী বাংলাদেশিদের সহযোগিতায় এগিয়ে এসে স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালনে এ সম্মাননা লাভ করে বাংলাদেশ ও প্রবাসীদের সুনাম বৃদ্ধি করায় টিমের সদস্যদের অভিনন্দন জানিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন