শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

বিনোদন প্রতিদিন

রক্তাক্ত আগস্ট বঙ্গবন্ধু ও বাংলাদেশ শীর্ষক আলোচনা সভা

প্রকাশের সময় : ১৫ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : সম্প্রতি রাজধানীর সেগুনবাগিচায় প্রফেসর আখতার ইমাম অডিটোরিয়ামে ‘রক্তাক্ত আগস্ট, বঙ্গবন্ধু ও বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভা ও ‘আমার চোখে বঙ্গবন্ধু ও স্বাধীনতা চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ এবং ‘নেলসন ম্যান্ডেলা সম্মাননা-২০১৬’ প্রদান করে সাংস্কৃতিক সংগঠন ৭১ মিডিয়া ভিশন। শিক্ষা বিস্তারে বিশেষ অবদানের জন্য সরকারি বাঙলা কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. ইমাম হোসেনকে বিশেষ সম্মাননা পদক তুলে দেন সভাপতি সাবেক ডিআইজি, বাংলাদেশ পুলিশ ও চেয়ারম্যান, মুক্তিযোদ্ধা মো. আনোয়ার হোসেন প্রফেসর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অনন্যতম সদস্য ও বাংলাদেশ সুপ্রিমকোর্ট বার এসোসিয়শনের সভাপতি অ্যাড. ইউসুফ হোসেন হুমায়ূন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত কমিটির সদস্য অ্যাড. হোসনে আরা লুৎফা ডালিয়া এমপি। উল্লেখ্য, ডিজিটাল শিক্ষা ব্যবস্থা প্রবর্তন, সরকারি বাঙলা কলেজের সকল শিক্ষকদের ইনহাউজ আইসিটি প্রশিক্ষণ প্রদান, মাল্টিমিডিয়া ভিত্তিক শ্রেণি কার্যক্রম চালুকরণসহ সরকারি বাঙলা কলেজকে একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠানে উন্নতিকরণ, ঢাকা মহানগীর শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান পদক প্রাপ্তি, শিক্ষার মান উন্নয়নে কৌশলগত পরিকল্পনা প্রণয়নসহ শিক্ষা ক্ষেত্রে বিভিন্ন অবদানের জন প্রফেসর মো. ইমাম হোসেনকে এই পুরস্কার প্রদান করা হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন