বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

‘মানুষ ওবায়দুল কাদেরের মন্তব্যকে গুরুত্ব দেয় না’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২৮ অক্টোবর, ২০২০, ১২:০০ এএম

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের মন্তব্য মানুষ গুরুত্ব দেয় না বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিএনপি নেতৃত্ব গত ১০ বছরে আন্দোলন জমাতে ব্যর্থ হয়েছে, তাই তাদের পদত্যাগ করা উচিৎ। ওবায়দুল কাদেরের এই মন্তব্যের বিষয়ে নজরুল ইসলাম খান বলেন, ওবায়দুল কাদের সাহেবের অনেক মন্তব্যই আসে, যেগুলো নিয়ে মন্তব্য করা প্রয়োজনই বোধ করি না। কারণ মানুষ তার কোনো মন্তব্যকে গুরুত্ব দেয় না। নজরুল ইসলাম আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে পাল্টা প্রশ্ন করেন, ২১ বছর ক্ষমতার বাইরে ছিলেন, তারা কি পদত্যাগ করেছিলেন না কি তারা রাজনীতি থেকে অবসর নিয়েছিলেন? এখনও তো ২১ বছর হয় নাই। সুতরাং তাদের মুখে এই ধরনের কথা শোভা পায় না।
গতকাল মঙ্গলবার যুবদলের ৪২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
টানা ১১ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগ স্বেচ্ছাচারী হয়ে উঠেছে মন্তব্য করেছেন নজরুল ইসলাম খান বলেন, যে সরকার জনগণের ভোটে নির্বাচিত হয় না, সেই সরকারের আমলে তার মন্ত্রীরা দুর্নীতিগ্রস্ত হয়, তার দলের নেতারা দুর্নীতিগ্রস্ত হয় এবং সবাই স্বেচ্ছাচারী হয়ে যায়। এর প্রমাণ আমরা দেখলাম কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহার ঘটনায় এবং আমরা অতি স¤প্রতি দেখলাম নৌবাহিনীর এক কর্মকর্তার ঘটনায়। এই অবস্থা বদলাতে মধ্যবর্তী নির্বাচনের দাবি জানান তিনি।
বিএনপির এই নেতা বলেন, সরকারের ভিত্তি যেখানে অনৈতিকতার উপর প্রতিষ্ঠিত থাকে, যেখানে সরকারের মন্ত্রী বলেন, কর্মকর্তা বলেন, আর তার দলের নেতা-কর্মী বলেন, কারোই নৈতিক মূল্যবোধ কাজ করে না। সবাই স্বেচ্ছাচারী হয়, সবাই দুর্নীতিবাজ হয়ে যায়। এগুলো হচ্ছে উপসর্গ। রোগ তো হলো অনির্বাচিত সরকার। তাহলে রোগ দূর করার চেষ্টা করতে হবে, তাহলে এসব উপসর্গও দূর হয়ে যাবে।
মহামারী মোকাবেলায় ‘ব্যর্থ’ হয়েছে মন্তব্য করে তিনি বলেন, কী দুর্ভাগ্য আমাদের! যে দেশের জনগণ কতজন আক্রান্ত হয়েছে, কত জন মৃত্যুবরণ করেছে, এই যে তথ্য সরকার দেয়, তা বিশ্বাস করে না। কারণ সরকারের মন্ত্রী এবং কর্মকর্তাদের উপস্থিতিতে সরকারি প্রতিষ্ঠান বা আইসিডিডিআর,বির মতো প্রতিষ্ঠান যখন বলে যে, ঢাকা শহরের শতকরা ৪৫ জন মানুষ আক্রান্ত হয়েছিলো বা আক্রান্ত আছে, যার সংখ্যা দাঁড়ায় ৯০ লাখ। সেখানে সরকার বলছে, সারা দেশে প্রায় ৬ লাখ মানুষ আক্রান্ত। কাজেই এই কথা কেউ বিশ্বাস করে না। সরকারের উপর মানুষের আস্থা নেই।
স্থায়ী কমিটির এই নেতা বলেন, মানুষ বিতৃষ্ণ হয়ে যাচ্ছে, মানুষ হতাশ হয়ে যাচ্ছে, মানুষ নিরাশ হয়ে যাচ্ছে। অর্থাৎ মানুষ গণতন্ত্র সম্পর্কে হতাশ ও নিরাশ হয়ে যাচ্ছে। এটা হতে দেয়া যাবে না। কারণ মহান মুক্তিযুদ্ধের সুবর্ণ ফসল গণতন্ত্রকে আমাদেরকে রক্ষা করতে হবে। জিয়াউর রহমানের আদর্শে উদ্দীপ্ত হয়ে, খালেদা জিয়ার নেতৃত্বে এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে আমাদেরকে এগিয়ে যেতে হবে ঐক্যবদ্ধভাবে।
নজরুল ইসলাম খান বিএনপির ভাইস-চেয়ারম্যান বরকতউল্লাহ বুলু, যুবদলের সভাপতি সাইফুল আলম নিরব ও সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ যুবদলের নেতা-কর্মীদের নিয়ে জিয়ার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এসময় যুবদল নেতা মোরতাজুল করীম বাদরু, মামুন হাসানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা মরহুম নেতার রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মনোজাতে অংশ নেন। সুচিকিৎসার জন্য দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার স্থায়ী মুক্তির দাবিও জানান তারা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন