শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

তরিকুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিএনপির ৪ দিনের কর্মসূচি

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩১ অক্টোবর, ২০২০, ৪:২৬ পিএম

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী ও প্রবীণ রাজনীতিবিদ তরিকুল ইসলামের ২য় মৃত্যুবার্ষিকী আগামী ৪ নভেম্বর। ২০১৮ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন। দলের অন্যতম এই শীর্ষ নেতার মৃত্যুবার্ষিকী উপলক্ষে ৪ দিনের কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি। এসব কর্মসূচির মধ্যে রয়েছে- আগামী ২ নভেম্বর মরহুমের পরিবারের পক্ষ থেকে যশোরের বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় রান্না করা খাবার বিতরণ। ৪ নভেম্বর স্থানীয় দৈনিক লোকসমাজে মরহুম তরিকুল ইসলাম স্মরণে বিশেষ সংখ্যা প্রকাশ, সকাল ১০টায় যশোর জেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন মরহুমের কবর জিয়ারতের কর্মসূচি পালন করবে। বেলা ১১টায় ড্যাব যশোরের দড়াটানা ভৈরব চত্বরে করোনা মোকাবেলায় রোগ প্রতিরোধক ক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বিনামূল্যে অস্বচ্ছল পরিবারের মাঝে ঔষধ বিতরণ করবে। একই দিন যশোর নগর বিএনপি এবং সদর উপজেলা বিএনপির উদ্যোগে যশোর পৌর এলাকা ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মসজিদে বিশেষ দোয়া ও রান্না করা খাবার বিতরণ করবে। জেলা যুবদল পৃথকভাবে যশোর পৌর এলাকার ৯টি ওয়ার্ডে দরিদ্রভোজের আয়োজন করবে। এছাড়া, অন্যান্য অঙ্গ-সহযোগী সংগঠনও পৃথকভাবে কর্মসূচি পালন করবে। ৪ নভেম্বর বিকাল ৩টায় যশোর জেলা বিএনপির উদ্যোগে স্থানীয় বিডি হলে স্মরণ সভা অনুষ্ঠিত হবে। ওই দিন খুলনা বিভাগের বিভিন্ন জেলা ও উপজেলা স্ব-উদ্যোগে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করবে।

৫ নভেম্বর তরিকুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবে স্মরণ সভা। ৬ নভেম্বর সদর উপজেলার ১৩৫টি ওয়ার্ডে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠন যৌথভাবে দরিদ্রভোজের আয়োজন করবে। মরহুমের পরিবারের পক্ষ থেকে যশোর দড়াটানা মসজিদে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তরিকুল ইসলাম স্মৃতি সংসদের উদ্যোগে সন্ধ্যা ৭টায় ভার্চুয়াল আলোচনা সভা। সভাপতিত্ব করবেন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য বাবু গয়েশ^র চন্দ্র রায়। এছাড়া বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠন ইতোমধ্যে পোস্টার প্রকাশ করছে।

বিএনপির সাংগঠনিক সম্পাদক ও দফতরের চলতি দায়িত্বরত নেতা সৈয়দ এমরান সালেহ প্রিন্স এ তথ্য জানিয়েছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন