স্পোর্টস রিপোর্টার : কলাবাগান ক্রীড়া চক্র আয়োজিত ইফতেখার উদ্দিন আহমেদ মেমোরিয়াল অনুর্ধ-১৩ ক্রিকেট টর্নামেন্টে গতকাল জয় পেয়েছেন গুলশান ইয়ুথ ক্রিকেট একামেী ও কলাবাগান ক্রিকেট একাডেমী (বি)। প্রথম ম্যাচে গুলশান এক বল বাকি থাকতে ১৭৬ রানে অল আউট হয়। দলের পক্ষে সর্বোচ্চ ৫৬ রান করেন শাহরিয়ার মাহমুদ শান্ত। জবাবে এসিসি ১৬.১ ওভারে ৭৩ রানে গুটিয়ে গেলে ১০৩ রানে জয় পায় গুলশান। চার ওভার বোলিং করে মাত্র ১২ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচ সেরা নির্বাচিত হন গুলশানের ফয়সাল।
দ্বিতীয় ম্যাচে কলাবাগান ক্রিকেট একাডেমী (বি) ২২ রানে হারিয়েছে বর্নক ক্রিকেট একাডেমীকে। প্রথমে ব্যাট করে ম্যাচ সেরা নির্বাচিত হওয়া ইশতিয়াক আহমেদ রাফির (৬৫) নৈপুন্যে ৯ উইকেট হারিয়ে ১৬১ রান করে কলাবাগান। জবাবে উইকেট হারিয়ে ১৩৯ রান করতে সক্ষম হয় বর্নক ক্রিকেট একাডেমী
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন