বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ড্র’তেই সন্তুষ্ট আরামবাগ-রহমতগঞ্জ

প্রকাশের সময় : ১৭ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

মো: শামসুল আলম খান : গরমের দাপটে ড্র করেই মাঠ ছাড়তে হলো আরামবাগ ক্রীড়া চক্র ও রহমতগঞ্জ স্পোর্টিং ক্লাবকে। গতকাল ময়মনসিংহের রফিক উদ্দিন ভূইয়া স্টেডিয়ামে নিজেদের শেষ ম্যাচে ২-২ গোলে ড্র করে তারা। আর পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট দু’কোচ সাইফুল বারী টিটু ও কামাল আহম্মেদ বাবু। খেলার পঞ্চম মিনিটের মাথায় রহমতগঞ্জের আফ্রিকান স্ট্রাইকার সিও জুনাপিও’র গোলে এগিয়ে যায় দলটি। এই গোলের সাথে সাথে মুক্তিযোদ্ধার আহমেদ কোলো মুসার সঙ্গে যৌথভাবে গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন জুনপিও। পরবর্তীতে ২১ মিনিটে সজীবের গোলে আবারো এগিয়ে যায় আরামবাগ। পরে ৬৪ মিনিটে রহমতগঞ্জকে ম্যাচে ফেরান নয়ন। শেষ পর্যন্ত ২-২ গোলেই ড্র করে মাঠ ছাড়তে হয় দু’দলকে।
ম্যাচ শেষে আরামবাগ ক্রীড়া চক্রের কোচ সাইফুল বারী টিটু বলেন, ‘নিজেদের ৫ টি ম্যাচেই প্রথম দিকে গোল করেছি আমরা। কিন্তু শেষ পর্যন্ত পারিনি। এ ম্যাচে শেস পর্যন্ত ১ পয়েন্ট পাওয়া ভাগ্যের ব্যাপার। ম্যাচ না জিতলে লীগে ভাল অবস্থানে থাকাটা কঠিন।’ রহমতগঞ্জ স্পোর্টিং ক্লাবের কোচ কামাল আহম্মেদ বাবু বলেন, ‘যে আবহাওয়া তাতে এক পয়েন্ট পেয়েছি এটাই ভাগ্যের ব্যাপার। এ ম্যাচে আমরা হেরে যেতে পারতাম। আমার গোলকিপারের শরীর ভাল ছিল না। দ্বিতীয়ার্ধে ও নামতেই চায়নি। আমরা অনেক সুযোগ পেয়েছি। কিন্তু কাজে লাগাতে পারিনি। আমাদের থলিতে ৮ পয়েন্ট রয়েছে। কাজেই ড্র করার কোন চিন্তা আমাদের ছিল না। তবুও আমরা সন্তুষ্ট।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন