গফরগাঁও উপজেলার পোড়াবাড়িয়া গ্রামের জান্নাতুল ফেরদৌসী মানসুরা (২৪) নামে এক গৃহবধূর লাশ বসতঘর থেকে উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার (৫নভেম্বর )।ঘটনার পর থেকেই স্বামীসহ শশুরবাড়ির লোকজন পলাতক রয়েছে।গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন জানান, নিহত গৃহবধূর গলায় দাগের চিহৃ রয়েছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, গফরগাঁও ইউনিয়নের পোড়াবাড়িয়া গ্রামের সিরাজ শেখের ছেলে সেলিম শেখের সঙ্গে পাশর্^বর্তী উস্থি ইউনিয়নের কান্দাপাড়া গ্রামের কাজল মীরের মেয়ে জান্নাতুল ফেরদৌসী মানসুরা বিয়ে হয় প্রায় ৫ বছর পূর্বে।ঘটনা দিন রাতে খাবার খেয়ে স্বামী সন্তান নিয়ে বসত ঘরে ঘুমিয়ে ছিলেন মানসুরা।সকালে বাড়ির লোকজন রহস্য জন্য বসত ঘরের খাটে উপর গৃহবধূর লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।দাম্পত্য জীবনে নিহত মানসুরা এক সন্তানের জননী ও তিন মাসের অন্তঃসত্ত্বা।
নিহতের বাবা কাজল মীর অভিযোগ করে বলেন,আমার মেয়ে মানসুরাকে স্বামী ও শশুর বাড়ির লোকজন হত্যা করেছে।আমি এ হত্যার বিচার চাই।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন