নেপালের বিপক্ষে ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাতীয় দলের ফুটবলারদের কাছে শতভাগ পারফরম্যান্স চান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতি কাজী মো. সালাউদ্দিন। আগামী ১৩ ও ১৭ নভেম্বর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দুই প্রীতি ম্যাচে নেপালকে মোকাবেলা করবে জামাল ভূঁইয়া বাহিনী। ম্যাচ দু’টিকে সামনে রেখে এখন প্রস্তুতি ব্যস্ত ব্রিটিশ কোচ জেমি ডে’র শিষ্যরা। ২৪ অক্টোবর থেকে অনুশীলন শুরু করেছে জাতীয় দলের প্রাথমিক স্কোয়াড। শুরুতে স্থানীয় কোচদের অধীনে অনুশীলন চললেও ২৯ অক্টোবর ইংল্যান্ড থেকে ঢাকায় ফিরে স্বল্পমেয়াদের কোয়ারেন্টাইনে থেকে রায়হান হাসান-সোহেল রানাদের দায়িত্ব বুঝে নেন জেমি। প্রতিদিন বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে কঠোর অনুশীলনেই ঘাম ঝরাচ্ছেন জাতীয় দলের ফুটবলাররা। শনিবার সকালে অনুশীলন দেখতে সেখানে উপস্থিত হন বাফুফে সভাপতি সালাউদ্দিন। দলের অনুশীলন শেষে ফুটবলারদের সঙ্গে কথা বলে তিনি মিডিয়ার মুখোমুখী হন। সালাউদ্দিন বলেন,‘ফুটবলারদের বলেছি ম্যাচে হার-জিত থাকবে। তবে তোমরা শতভাগ দিয়ে খেলবে।’
নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়েই দীর্ঘ ১০ মাস পর আন্তর্জাাতিক ফুটবলে ফিরছে বাংলাদেশ। ঘরোয়া আসর বন্ধ সাত মাস ধরে। করোনা আতঙ্ক পুরোপুরি না কাটলেও দেশের ফুটবল যে মাঠে ফিরছে এটাই সালাউদ্দিনের স্বস্তি। তার কথায়, ‘মাঠে আসলাম ফুটবল শুরু করার জন্য। করোনাভাইরাসের কারণে ফুটবল বন্ধ ছিল। এখন আমরা ছেলেদের অনুশীলন দেখতে এসেছি। কিভাবে হচ্ছে তাদের অনুশীলন সেটাই দেখতে আসলাম।’
করোনাকালে খেলা না থাকায় ফিটনেসসহ নানা সমস্যায় পড়তে হয়েছে খেলোয়াড়দের। এ সমস্যা কাটাতে আরো ছয় মাস লেগে যেতে পারে বলে মনে করেন সালাউদ্দিন। তিনি বলেন, ‘ফুটবলারদের ফিটনেসে এখনও ঘাটতি আছে। এটা স্বাভাবিক। কেননা সাত মাস ওরা ফুটবলের বাইরে ছিল। এই ঘাটতি পূরণ করতে ৬ মাসও লেগে যেতে পারে।’
তবে এটাকে বড় করে দেখছেন না বাফুফে সভাপতি। তাই তো বললেন,‘আমরা ফুটবল মাঠে ফেরাতে চাই। সেটা করতে ফুটবলারদের একটু সমস্যা হবে। এটা মেনে নিয়েই ওদের নেপালের বিপক্ষে ম্যাচ দু’টি খেলতে হবে।’
এদিকে শুক্রবার ঢাকায় পৌঁছে শনিবার দলের অনুশীলনে যোগ দিয়েছেন বাংলাদেশের ফিটনেস কোচ আইভান রাজলোক ও ফিজিওথেরাপিস্ট আন্দ্রে কারলে। ফিটনেস কোচকে শিষ্যদের ফিটনেসের অবস্থা দেখাতেই ম্যাচ আয়োজন করেন জেমি ডে। ৬০ মিনিটের সেই অনুশীলন ম্যাচ শেষে ফরোয়ার্ড তৌহিদুল আলম সবুজ জানান তারা এখনও পুরো ফিট নন। তিনি বলেন, ‘প্রথমবার ম্যাচ খেলেছি। ৯০ ভাগ ফিট আছি। আশা করছি ম্যাচের আগে সম্পূর্ণ ফিট হয়ে যাব। যে জায়গায় আজকে সমস্যা হয়েছে তা সামনের দিনগুলোতে থাকবে না।’
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন