শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭ বৈশাখ ১৪৩১, ১০ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

আজ যা থাকছে

প্রকাশের সময় : ৬ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

সাউথ এশিয়ান (এসএ) গেমসের দ্বিতীয দিন আজ। দক্ষিণ এশিয়ার অলিম্পিক খ্যাত এই আসরে আজ গৌহাটিতে আটটি এবং শিলংয়ে চারটি ডিসিপ্লিনের খেলা অনুষ্ঠিত হবে। গৌহাটিতে সাইক্লিং (পুরুষ ও মহিলা), ফুটবল (পুরুষ), খো খো (পুরুষ ও মহিলা), স্কোয়াশ (পুরুষ ও মহিলা), ভলিবল (পুরুষ ও মহিলা), ভারোত্তোলন (পুরুষ ও মহিলা), ও রেসলিং (পুরুষ ও মহিলা) ডিসিপ্লিনে নামবেন দক্ষিণ এশিয়ার ক্রীড়াবিদরা। এদিকে গতকাল গৌহাটিতে এসএ গেমসের পর্দা উঠলেও শিলংয়ে আজ আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে গেমসের ১২তম আসরের। গৌহাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শিলংয়ের মুখ্যমন্ত্রী এখানকার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন। জওহরলাল নেহেরু স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানের পাশাপাশি এদিন আরচ্যারি (পুরুষ ও মহিলা), ব্যাডমিন্টন (পুরুষ ও মহিলা), ও টেবিল টেনিস (পুরুষ ও মহিলা) ডিসিপ্লিনের খেলা হবে।
ভলিবলে জয়
মহিলা ফুটবলে লাল-সবুজের মেয়েরা হারলেও এসএ গেমসের শুরুতেই জিতেছে বাংলাদেশ পুরুষ ভলিবল দল। গতকাল গৌহাটির নবীন চন্দ্র বরদুলাই ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ ভলিবল দল ৩-২ সেটে হারায় আফগানিস্তানকে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন