শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

নরসিংদীতে আল-আরাফাহ ইসলামী ব্যাংকের বৃক্ষরোপণ কর্মসূচি

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : একটি করে বৃক্ষরোপণ করুন/দূষণমুক্ত স্বদেশ গড়–ন’ স্লোগান গত মঙ্গলবার থেকে শুরু হয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংকে নরসিংদী শাখার বৃক্ষরোপণ কর্মসূচি। একই সাথে অনুষ্ঠিত হয়েছে অপচয় করি না টাকা জমাই ব্যাংকে/আজকেই ভাবি যা করব কালকে’ স্লোগান নিয়ে আল-আরাফা স্কুল ব্যাংকিং কনফারেন্স। দু’টি অনুষ্ঠানেই প্রধান অতিথি ছিলেন আল-আরাফা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক কাজী তউহীদ উল আলম। বিশেষ অতিথি ছিলেন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: মজিবর রহমান, আব্দুল কাদির মোল্লা, সিটি কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা, নরসিংদী চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এনসিসিআই) প্রেসিডেন্ট আবদুল্লাহ আল মামুন। আল-আরাফাহ ইসলামী ব্যাংক ভেলানগর শাখা ব্যবস্থাপক নূর মোহাম্মদ বোরহান উদ্দিন খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন এনসিসিআইর সি: ভাইস প্রেসিডেন্ট মো: তাজুল ইসলাম, সিটি কলেজের ভাইস প্রিন্সিপাল মাহমুদুল হাসান রুমী এবং নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি সরকার আদম আলী। অনুষ্ঠান শেষে প্রধান অতিথি কাজী তওহীদ উল আলম বিভিন্ন কলেজ, মাদ্রাসা ও শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে গাছের চারা হস্তান্তর করেন। এর আগে তিনি আব্দুল কাদির মোল্লা সিটি কলেজের অভ্যন্তরে একটি কাঠবাদামের চারা রোপণের মাধ্যমে বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন