শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

তুর্কি প্রতিরক্ষা শিল্পের প্র্রতি আগ্রহী এশিয়ার দেশগুলো

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৯ নভেম্বর, ২০২০, ১:১৬ পিএম

‘তুর্কি প্রতিরক্ষা বন্দর-দক্ষিণ এশিয়া’ শীর্ষক মেলায় বিভিন্ন দেশের ১৪২জন প্রতিনিধির সাথে অনলাইন সংলাপ অনুষ্ঠিত হয়েছে গত ২৬-২৮ অক্টোবর।এতে তুর্কি প্রতিরক্ষা কোম্পানীগুলো পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলংকা ও আফগানিস্তান সেনাবাহিনীর আরও কাছাকাছি আসার সুযোগ পায়।–আনাদোলু এজেন্সী

অংশগ্রহণকারী সংস্থাগুলো থেকে আনাদোলু এজেন্সীর প্রাপ্ত তথ্যমতে, বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার মাহবুব-উল ইসলাম বলেন, তারা তুর্কি কোম্পানী নির্মিত হেলিকপ্টার জাহাজ ও পেট্রোলচালিত নৌকার প্রতি আগ্রহী। তিনি বলেন, আমরা অ্যাসেলসান, হ্যাভেলসান ও রকেটসানের সাথে কাজ করে সন্তুষ্ট।হ্যাভেলসান কমান্ড কন্ট্রোল সেন্টার খুবই সফল বলেও তিনি উল্লেখ করেন।

মিটিংয়ে আফগানিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা ম্যাকেটসান প্রতিরক্ষা রেটিনার রাডার ও আলফা ইকেট্রো মেটাল প্রোডাক্টে বেশ আগ্রহ দেখান। শ্রীলংকান সেনা কর্মকর্তারা বলেন, তারা তুর্কি প্রতিরক্ষা শিল্পের উন্নয়ন খুবই গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।তারা তুরস্ককে ল্যান্ড সিস্টেম প্রোডাক্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখছেন।মেলাটি দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতে আয়োজিত হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (2)
Jack Ali ৯ নভেম্বর, ২০২০, ৪:১৭ পিএম says : 0
O'Allah unite all muslim populated country under one banner of Islam then peace will prevail in this world.
Total Reply(0)
S MIA ১২ নভেম্বর, ২০২০, ৮:০৬ এএম says : 0
Good
Total Reply(0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন