শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

ব্রহ্মপুত্রের পানি একতরফা প্রত্যাহারের প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

প্রকাশের সময় : ১৮ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

গাইবান্ধা জেলা সংবাদদাতা : ভারত কর্তৃক তিস্তা-ব্রহ্মপুত্রের পানি এক তরফা প্রত্যাহারের প্রতিবাদ এবং নদী ভাঙ্গন ও  বন্যা সমস্যা স্থায়ী সমাধানের দাবিতে গতকাল বুধবার জেলা শহরে বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। গাইবান্ধা বাসদ (মাকর্সবাদী) জেলা শাখা এই কর্মসূচির আয়োজন করে।
স্থানীয় পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন বাসদ জেলা আহ্বায়ক আহসানুল হাবীব  সাঈদ, সদস্য সচিব মনজুর আলম মিঠু প্রমুখ। বক্তারা বলেন, ভারতের পানি আগ্রাসন নীতির কবলে পড়ে নদীমাতৃক বাংলাদেশ আজ মরুভূমিতে পরিণত হতে চলেছে। ইতোমধ্যেই তিস্তা সেচ প্রকল্প অচল হয়ে পড়েছে। গত কয়েক বছর ধরে তিস্তা সেচ প্রকল্পের অধীন চাষিরা সেচ সুবিধা পাচ্ছে না। ক্ষতিগ্রস্ত হচ্ছে লক্ষ লক্ষ হেক্টর জমির ফসল। পদ্মার উজানে ফারাক্কা বাঁধ দেয়ায় মরুকরণের পথে উত্তরাঞ্চল। বক্তারা আরও বলেন দেশের মোট পানির ৬৫% আসে ব্রহ্মপুত্র দিয়ে। সেই ব্রহ্মপুত্রের উজানে আন্তঃনদী সংযোগ প্রকল্প করে ভারত এক তরফা পানি প্রত্যাহারের ষড়যন্ত্র করেছে। এই ষড়যন্ত্র সফল হলে দেশের গোটা উত্তরাঞ্চল মরুভূমিতে পরিণত হবে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন