শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

জর্জিয়াতেও বাইডেনের জয়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২০, ১১:৩০ এএম

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে অবশেষে জর্জিয়া রাজ্যেও জয় পেয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেন। এর মধ্য দিয়ে তার বিজয় আরো শক্তিশালী হলো। ১৯৯২ সালের পর প্রথমবারের মতো একজন ডেমোক্রেট হিসেবে তিনি এ রাজ্যে জয় পেয়েছেন। ফলে তার এখন ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা ৩০৬।

অন্যদিকে নর্থ ক্যারোলাইনায় প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প জয়ের পথে রয়েছেন। এখানে জিতলে তার মোট ইলেকটোরাল কলেজ ভোটের সংখ্যা দাঁড়াব ২৩২। এ খবর দিয়ে অনলাইন বিবিসি বলেছে, এখনও নির্বাচনে পরাজয় মেনে নেননি প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি জানুয়ারিতে নতুন প্রশাসন চালানোর প্রত্যয় ব্যক্ত করেছেন।

নির্বাচনের পরে তিনি তার করোনা ভাইরাস টাস্ক ফোর্সকে ব্রিফিং করেছেন। কিন্তু এসব ক্ষেত্রে জো বাইডেনের নামও উচ্চারণ করেননি। তিনি হোয়াইট হাউজের রোজ গার্ডেনে বলেছেন, এই প্রশাসন লকডাউন দেবে না।

উল্লেখ্য, যুক্তরাষ্ট্রে নতুন করে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেড়েছে। 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন