ইহুদিবাদী ইসরাইলের কাছ থেকে সর্বাধুনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কিনল আমেরিকা। এজন্য দু পক্ষের মধ্যে একটি আনুষ্ঠানিক চুক্তি হয়েছে। ইসরাইলের ইতিহাসে এই প্রথম আমেরিকার কাছে কোনো সামরিক সরঞ্জাম বিক্রি করছে তেল আবিব। পেন্টাগনের সঙ্গে ২০১৯ সালের আগস্টে করা চুক্তি অনুসারে সম্প্রতি এ দুটি মাল্টি-মিশন রাডার (এমএমআর) যুক্তরাষ্টের সেনাবাহিনীকে হস্তান্তর করেছে ইসরাইল। ইসরাইলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা সংস্থা ইলটিএ অত্যাধুনিক ওই এমএমআরগুলো তৈরি করেছে। খবর আরব নিউজের।
ইলটিএন সিইও ইয়োয়াভ টরজেমেন বলেন, আমরা আমাদের ঘনিষ্ট মিত্র যুক্তরাষ্ট্রকে সর্বাধুনিক প্রযুক্তির এ প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করেছি। সামরিক এ অস্ত্রের পরবর্তী চালান আগামী বছরের ফেরুয়ারিতে সরবরাহ করা হবে বলে জানান তিনি। খবর আরব নিউজের।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন