শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

ফুলপুরে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির পূর্ণদিবস কর্মবিরতি শুরু

ফুলপুর (ময়মনসিংহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০২০, ৪:৪৮ পিএম

ময়মনসিংহের ফুলপুরে বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতি (বাকাসস) ফুলপুর শাখার উদ্যোগে পূর্ণদিবস কর্মবিরতী শুরু করেছে। ১৫ নভেম্বর রবিবার সকাল ৯টা থেকে শুরু হয় এ কর্মবিরতী চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত। কেন্দ্রিয় কমিটি ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিভাগীয় কমিশনার কার্যালয়, জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসের কার্যালয় ও সহকারী কমিশনার (ভূমি) এর কার্যালয়ে কর্মরত (১১-১৬ গ্রেডভূক্ত) কর্মচারীদের সচিবালয়ের ন্যায় পদ-পদবি পরিবর্তনসহ বেতন গ্রেড উন্নতীকরণের দাবিতে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মরত কর্মচারীবৃন্দ এ কর্মবিরতীতে অংশ গ্রহন করেন। এসময় তারা হাজিরা খাতায় স্বাক্ষর করে কার্যালয়ের সামনে অবস্থান করেন।

কর্মবিরতী চলাকালে বক্তব্য রাখেন ফুলপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের কর্মরত সাঁট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর মোঃ শরিফুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মুহাম্মদ জিল্লুর রহমান, সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ শামিম হোসেন, সার্টিফিকেট সহকারী মোঃ আব্দুর রাজ্জাক প্রমুখ।

এসময় বক্তারা বলেন, প্রধানমন্ত্রী পদবি পরিবর্তন সংক্রান্ত সার সংক্ষেপ অনুমোদন দিলেও তা এখনও বাস্তবায়ন হয়নি। বাংলাদেশ কালেক্টরেট সহকারী সমিতির দাবির পরিপ্রেক্ষিতে জন প্রশাসন মন্ত্রণালয় কর্তৃক গঠিত স্থায়ী কমিটি সুপারিশ করার পর সেটিও বাস্তবায়ন হয়নি। তাই দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়নের জোর দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

তবে এতে করে চড়ম ভোগান্তিতে পড়েছে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে সেবা নিতে আসা বিভিন্ন জায়গা থেকে আগত সেবাপ্রার্থীরা। তারা এতে অসন্তোষ প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৫ হতে ৩০ নভেম্বর তাদের দাবি বাস্তবায়নের জন্য পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করবে। আগামী ৫ ডিসেম্বর আন্দোলনকারীরা ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও সমাবেশ করে পরবর্তী কর্মসূচি ঘোষনা করবেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন