উত্তর : এটি যদি কুসংস্কার বা চাপমূলক না হয়ে থাকে, কে কত দিল বিনিময়ে কত পেল এমন পালাপালি না থাকে, তাহলে উপহার দিতে নিতে কোনো দোষ নেই। সৌজন্য হিসাবে ছেলে বা মেয়েকে দেখে হাতে কিছু দেওয়া, মিষ্টি বা অন্য খাদ্য নিয়ে যাওয়া, মেহমানদের খানা খাওয়ানো এসবই জায়েজের মধ্যে পড়ে। তবে, যেখানে এসবের জন্য চাপ দেওয়া হয়, একে অপরকে ছোট করা হয়, পরনিন্দা বা সমালোচনা করা হয় অথবা এসব কাজ কুসংস্কার হিসাবে করা হয়, এখানে এসব আর নির্দোষ থাকে না। অতএব, কুসংস্কার ও গোনাহের সংমিশ্রণ ছাড়া উপহার, হাদিয়া ও সৌজন্য কে সৌজন্য হিসাবেই দেখা উচিত।
উত্তর দিয়েছেন : আল্লামা মুফতি উবায়দুর রহমান খান নদভী
সূত্র : জামেউল ফাতাওয়া, ইসলামী ফিক্হ ও ফাতওয়া বিশ্বকোষ।
প্রশ্ন পাঠাতে নিচের ইমেইল ব্যবহার করুন।
inqilabqna@gmail.com
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন