শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বক্সিং প্রতিভা বাছাই

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অর্থায়ণে প্রতিভা অন্বেষণ কার্যক্রমের আওতায় বক্সিং ফেডারেশন প্রতিভাবান বক্সার (অনূর্ধ্ব-১৬ বালক ও বালিকা) বাছাই করছে। দেশের ৬৪ জেলায় বাছাই শেষে প্রায় ১২৮ জন বক্সারকে নিয়ে ঢাকায় আবাসিক ক্যাম্প শুরু করবে তারা। আর এই চূড়ান্ত ক্যাম্পের জন্য ঢাকা ও নারায়ণগঞ্জ থেকে আটজন বক্সার নির্বাচিত করা হয়েছে। গতকাল মোহাম্মদ আলী বক্সিং স্টেডিয়ামে নয়দিন ব্যাপী অনাবাসিক বাছাই ক্যাম্পের পর চারজন করে প্রতিভাবান বালক ও বালিকা উদীয়মান বক্সারকে সনদপত্র দেয়া হয়। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সহযোগিতায় বাছাই পর্ব শেষে আটজনের হাতে সনদ তুলে দেন এনএসসির কোষাধ্যক্ষ ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) উপ-মহাসচিব বাদল রায়। এ সময় বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক এমএ কুদ্দুস খান উপস্থিত ছিলেন। একই দিনে ঢাকা বিভাগের অন্য ১১ জেলার ৪৪ জন উদীয়মান বক্সারকেও সনদপত্র তুলে দেয় হয়।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন