শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

তিন বছর পর মিরপুরে অনুশীলন

প্রকাশের সময় : ১৯ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : স্পট ফিক্সিংয়ের অভিযোগে ৩ বছরের নিষেধাজ্ঞাদেশ আরোপিত হওয়ায় এই লম্বা সময়ে বিসিবি’র কোন আসরে অংশগ্রহণ দূরে থাক, বিসিবি’র কোন ক্রিকেট ভেন্যুতে অনুশীলন সুবিধা পর্যন্ত পায়নি আশরাফুল। গত ১৩ আগস্ট নিষেধাজ্ঞা কেটে মুক্ত আশরাফুল বিসিবি’র কাছে আবেদনের প্রেক্ষিতে গতকাল থেকে পেয়েছেন অনুশীলন সুবিধা। ২০১৩ সালের মার্চে বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলংকা সফরকে সামনে রেখে মিরপুরে অনুশীলনই তার এই মাঠে সর্বশেষ অনুশীলন অভিজ্ঞতা। ৪১ মাস পর মিরপুর স্টেডিয়ামের একাডেমী মাঠে অনুশীলনে ফিরে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন আশরাফুলÑ ‘তিন বছর পাঁচ মাস পর এখানে অনুশীলন করছি। এর আগে ১৩ বছর জাতীয় দলে খেলেছি। অথচ গত তিনটি বছর এখানে অনুশীলন করতে পারছিলাম না। আজ (গতকাল) অনুশীলন করতে পেরে খুব ভালো লাগছে। আশা করি, বাকি জীবনটা ভালোভাবে কাটাতে পারবো। এখানকার সুযোগ-সুবিধা ব্যবহার করে যেন ভালো ভালো ইনিংস উপহার দিতে পারি- সেটাই লক্ষ্য থাকবে আমার।’
ক্রিকেটের বাইরে কাটালেও গত তিন বছরে ক্রিকেট গুরু ওয়াহিদুল গনি এবং কোচ সারোয়ার ইমরান অনুশীলন সহায়তা করেছেন, তা জানিয়েছেন আশরাফুলÑ ‘গত তিন বছর ক্রিকেট বোর্ডের অধীনে মিরপুরে অনুশীলন করতে পারিনি ঠিকই, তবে আমি নিজে নিজে অনুশীলন করেছি। ওয়াহিদ স্যার এবং ইমরান স্যারের কাছ থেকেও সহযোগিতা নিয়েছি। এখন কোচিং স্টাফ, ট্রেনারদের একটা সাহায্য পাব।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন