নেপালের বিপক্ষে মুজিববর্ষ আন্তর্জাতিক ফুটবল সিরিজ জিতে টানা তিন সিরিজ জয় করলো বাংলাদেশ জাতীয় ফুটবল দল। দুই ম্যাচের এই সিরিজে প্রথমটি ১৩ নভেম্বর ২-০ গোলে জিতেছিল লাল-সবুজররা। ১৭ নভেম্বর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি গোলশূণ্য ড্র হওয়ায় ১-০ ব্যবধানের সিরিজ জয় নিশ্চিত হয় জামাল ভূঁইয়া বাহিনীর। এটা নিয়ে জাতীয় দল টানা তিন ফিফা আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজে দক্ষিণ এশিয়ার তিন দেশের বিরুদ্ধে জয় পেল।
২০১৪ সালে শ্রীলঙ্কাকে আমন্ত্রণ জানিয়ে ঘরের মাঠে দুই ম্যাচের সিরিজ খেলেছিল বাংলাদেশ। ওই বছর ২৪ অক্টোবর যশোরে প্রথম ম্যাচটি ১-১ ব্যবধানে ড্র হলেও ২৭ অক্টোবর রাজশাহীতে বাংলাদেশ ১-০ গোলে লঙ্কানদের হারিয়ে সিরিজ জেতে ১-০ তে। এরপর গত বছরের সেপ্টেম্বরে ভুটানকে ঢাকায় এনে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে দু’টি ম্যাচ খেলেছিল লাল-সবুজরা। যেখানে স্বাগতিক দল ২-০ তে সিরিজ জেতে। ২৯ সেপ্টেম্বর প্রথম ম্যাচে বাংলাদেশ জয় পেয়েছিল ৪-১ ব্যবধানে। আর ৩ অক্টোবর দ্বিতীয় ম্যাচে ব্রিটিশ কোচ জেমি ডে’র দল ২-০ গোলে হারিয়েছিল ভুটানীদের। এবার লাল-সবুজরা হারালো নেপালকে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন