রাজধানীর মহাখালীতে সরকারি তিতুমীর কলেজের তিনতলায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল সন্ধ্যায় এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ফায়ার সার্ভিস সদর দপ্তরের টেলিফোন অপারেটর আনিসুর রহমান জানান, গতকাল সন্ধ্যা ৫টা ৪০ মিনিটের সময় মহাখালীতে অবস্থিত সরকারি তিতুমীর কলেজের তৃতীয় তলায় অগ্নিকান্ডের সংবাদ পাওয়া যায়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৫টা ৫৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৫০ লাখ টাকার ক্ষতি ও ৩ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয় বলে জানান তিনি।
মন্তব্য করুন