শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

সালথায় কৃষকের উপর অতর্কিত হামলা

ফরিদপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২০ নভেম্বর, ২০২০, ৪:৪৪ পিএম

ফরিদপুরের সালথায় আতিক ফকির (৪৫) নামে এক কৃষকের উপর হামলা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসী বাহীনি। শুক্রবার সকাল ৭টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আতিক ফকির ওই গ্রামের মৃত ছহিরদ্দিন ফকিরের ছেলে। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সুত্রে জানা গেছে, সোনাপুর গ্রামে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করা নিয়ে বৃহস্পতিবার বিকালে সোনাপুর ইউপি চেয়ারম্যান খায়রুজামান বাবু মোল্যা সমর্থক সাহেব মোল্যার সাথে ফরহাদ মোল্যার সমর্থক হাশেম ফকিরের কথা কাটাকাটির ঘটনা ঘটে। এরই সুত্রধরে শুক্রবার সকালে হাশেম ফকিরের ভাই আতিক ফকির মাঠে কাজ করতে গেলে বাবু মোল্যার সমর্থক সাহেব মোল্যা, আনিচ মোল্যা, হাফিজুর মোল্যাসহ ১০/১২ জন লোক অতর্কিতভাবে হামলা চালায়। এ হামলায় আতিক ফকির গুরুতর আহত হয়। খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। আহত আতিক ফকিরকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এই ঘটনার সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার ঘটনাস্থলে গিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করে দেন।
এ বিষয়ে ফরহাদ মোল্যা বলেন, ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যার নির্দেশে তার সমর্থকরা আমার সমর্থক আতিক ফকিরকে হত্যার উদ্দ্যেশে সন্ত্রাসী হামলা চালায়। এঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

ইউপি চেয়ারম্যান খায়রুজ্জামান বাবু মোল্যা বলেন, আতিক ফকিরের উপর হামলা বিষয়ে আমি কিছুই জানি না। তবে এ হামলার তীব্র নিন্দা জানাই।
সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এঘটনায় অভিযোগ পেলে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার বলেন, অবৈধভাবে বালু উত্তোলন করায় ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস করা হয়েছে।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন