লেবাননের একটি জেল থেকে ৬৯ জন বন্দি পালিয়ে গেছে। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনী (আইএসএফ) জানিয়েছে, শনিবার রাজধানী বৈরুতের কাছের একটি জেল থেকে এসব বন্দি পালিয়ে যায়। তবে পালানোর জন্য বন্দিদের ব্যবহার করা একটি গাড়ি রাস্তার পাশে গাছে আঘাত করলে পাঁচ জন নিহত হয়। রয়টার্সের খবরে বলা হয়েছে, যেখান থেকে বন্দিরা পালিয়েছে সেটি বৈরুতের কাছের বাবদা জেলা কারাগারের অংশ হিসেবে ব্যবহার করা হতো। জেলটিতে বিচারাধীন আসামীদের রাখা হতো। তবে জেল থেকে বন্দিরা কিভাবে পালিয়ে যায় বিষয়ে আইএসএফ’র বিবৃতিতে কিছুই বলা হয়নি। এর আগে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা এনএনএ জানায়, ভোরে কারাকক্ষের দরজা ভেঙে বন্দিরা পালিয়ে যায়। লেবাননের প্রেসিডেন্ট মিশেল আয়ুন এক টুইট বার্তায় জানিয়েছেন, জেল পালানোর ঘটনাটি তাকে অবহিত করেছেন দেশটির তত্ত্বাবধায়ক সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী। রয়টার্স।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন