মঙ্গলবার, ১৯ মার্চ ২০২৪, ০৫ চৈত্র ১৪৩০, ০৮ রমজান ১৪৪৫ হিজরী

খেলাধুলা

জোকেভিচ-নাদালকে বিদায় করে মেদভেদেভ-টিম ফাইনাল

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২৩ নভেম্বর, ২০২০, ১২:০০ এএম

র‌্যাঙ্কিংয়ের শীর্ষ খেলোয়াড় নোভাক জোকোভিচের পর এটিপি ফাইনালসের শেষ চার থেকে বিদায় নিলেন রাফায়েল নাদালও। রোমাঞ্চকর লড়াইয়ে র‌্যাঙ্কিংয়ের দুই নম্বরে থাকা এই তারকাকে হারিয়ে ফাইনালে উঠেছেন রাশিয়ার দানিল মেদভেদেভ।
গতপরশু লন্ডনে দ্বিতীয় সেমি-ফাইনালে প্রথম সেট জেতার পর দ্বিতীয় সেটে ৫-৪ গেমে এগিয়ে সার্ভিসে ছিলেন স্প্যানিশ তারকা নাদাল। এরপর দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-৬, ৭-৬ (৭-৪), ৬-৩ গেমে ম্যাচ জিতে নেন র‌্যাঙ্কিংয়ের চার নম্বরে থাকা মেদভেদেভ।

দিনের প্রথম সেমি-ফাইনালে দুই ঘণ্টা ৫৭ মিনিটের আরেক জমজমাট লড়াইয়ে জোকোভিচকে ৭-৫, ৬-৭ (১০-১২), ৭-৬ (৭-৫) গেমে হারান গতবারের ইউএস ওপেনজয়ী ডমিনিক টিম। পাঁচবার ম্যাচ পয়েন্ট সেভ করেও শেষ পর্যন্ত পেরে ওঠেননি সার্বিয়ান তারকা। গ্রুপ পর্বে ২০ গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদালকে হারিয়েছিলেন টিম। তার মতো মেদভেদেভও অপরাজিত থেকে ফাইনালে উঠলেন।
র‌্যাঙ্কিংয়ের শীর্ষ আট খেলোয়াড় দুই গ্রুপে ভাগ হয়ে খেলেন মৌসুম শেষের এই টুর্নামেন্ট। প্রতি গ্রুপে সবাই একে অন্যের মুখোমুখি হন একবার করে। দুই গ্রুপের সেরা দুই জন খেলোয়াড়কে নিয়ে হয় সেমি-ফাইনাল। এরপরই হচ্ছে ফাইনাল। রিপোর্টটি লেখা পর্যন্ত গতকাল রাতেই মেদভেদভ-টিম ফাইনাল ম্যাচটি চলছিল।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন