শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এবার হ্যান্ডবলে নারী ফেডারেশন কাপ

স্পোর্টস রিপোর্টার | প্রকাশের সময় : ২৫ নভেম্বর, ২০২০, ৮:৫২ পিএম

বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশন এবার নারী ফেডারেশন কাপ টুর্নামেন্টের আয়োজন করছে। তারা সারা বছর খেলা মাঠে রাখলেও ফেডারেশনের বেশির ভাগ আয়োজনই পুরুষদের নিয়ে। তবে এ ধারা ভেঙ্গে এই প্রথম নারী ফেডারেশন কাপ আয়োজন করছে ফেডারেশন। ২৮ নভেম্বর (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে শুরু হবে প্রথম নারী হ্যান্ডবলের প্রথম ফেডারেশন কাপ। টুর্নামেন্টে খেলবে ৮ টি দল। টুর্নামেন্টকে সামনে রেখে বুধবার হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত সংবাদ সম্মেলনে ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর বলেন, ‘টুর্নামেন্টে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, বাংলাদেশ পুলিশ, জামালপুর স্পোর্টস একাডেমি, তেতুঁলিয়া উপজেলা ক্রীড়া সংস্থা, নওগাঁ জেলা ক্রীড়া সংস্থা, যশোর জেলা ক্রীড়া সংস্থা, ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থা এবং হ্যান্ডবল ট্রেনিং সেন্টার ঢাকা অংশ নিচ্ছে। সরকারের দেয়া নির্দেশে স্বাস্থ্যবিধি মেনেই আমরা এই টুর্নামেন্ট আয়োজন করছি।’ এসময় আরও উপস্থিত ছিলেন পৃষ্ঠপোষক প্রতিষ্ঠান ওয়ালটন গ্রুপের নির্বাহী পরিচালক ইকবাল বিন আনোয়ার ডন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির চেয়ারম্যান মো: নুরুল ইসলাম, সম্পাদক মো. সেলিম মিয়া বাবু এবং সহকারী সম্পাদক ও সাবেক হ্যান্ডবল খেলোয়াড় কামরুন নাহার আজাদ স্বপ্না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন