শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

জাতীয় সংবাদ

আলোচনা ভেস্তে যাওয়ায় আরো তীব্র ভারতীয় কৃষক বিক্ষোভ

আজ ফের বৈঠক : দ্রুত সংসদের অধিবেশনের দাবি কংগ্রেসের

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ ডিসেম্বর, ২০২০, ১২:০১ এএম

ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে প্রথম পর্বের আলোচনায় রফাসূত্র মেলেনি। আজ বৃহস্পতিবার কেন্দ্রের সঙ্গে ফের বৈঠকে বসতে চলেছেন বিক্ষুব্ধ কৃষকরা। কিন্তু তার আগে গতকাল সকাল থেকেই বিক্ষোভের তীব্রতা যেন বৃদ্ধি পাচ্ছে। সিঙ্ঘুু সীমান্তে হরিয়ানা এবং পাঞ্জাব থেকে আসা কৃষকরা নতুন করে দিল্লিতে প্রবেশের চেষ্টা না করলেও গাজিপুর-গাজিয়াবাদ সীমান্ত দিয়ে উত্তরপ্রদেশের কৃষকরা রাজধানীতে প্রবেশের চেষ্টা চালান। তাদের পুলিশের ব্যারিকেড ভাঙতেও দেখা যায়। বাধ্য হয়ে দিল্লিতে ঢোকার পাঁচটি রাস্তা পুরোপুরি সিল করে দিয়েছে পুলিশ। কোনওরকম যানবাহন চলাচলেরও অনুমতি দেয়া হচ্ছে না।
এদিকে, কৃষকদের বিক্ষোভের তীব্রতা যত বাড়ছে, তত বাড়ছে রাজনৈতিক চাপানউতোরও। এতদিন পর্যন্ত শোনা যাচ্ছিল, করোনা পরিস্থিতিতে সংসদের শীতকালীন অধিবেশন বাতিল করতে পারে সরকার। তা জুড়ে দেয়া হতে পারে আগামী বাজেট অধিবেশনের সঙ্গে। সরকারি সূত্র দাবি করেছিল, বিরোধীদের সঙ্গে আলোচনা করেই অধিবেশন বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করবে কেন্দ্র। কিন্তু কৃষকদের বিক্ষোভের তীব্রতা বাড়তেই উলটো সুর শোনা যাচ্ছে কংগ্রেসের গলায়। কৃষি আইন নিয়ে আলোচনার জন্য সংসদের অধিবেশন ডাকার প্রস্তাব দিচ্ছে তারা। দলের বর্ষীয়ান নেতা তথা পাঞ্জাবের সাংসদ মণীশ তেওয়ারি বলছেন, ‘কৃষকরা দিল্লিতে অবস্থান করছেন। অর্থনীতিতে সরকারিভাবে মন্দা চলছে। সরকারের যত দ্রুত সম্ভব লোকসভার অধিবেশন ডাকা উচিত’।

এদিকে, গত মঙ্গলবার এক বেফাঁস মন্তব্য করে বিরোধীদের রোষের মুখে পড়েছেন কেন্দ্রীয় মন্ত্রী তথা প্রাক্তন সেনাপ্রধান ভি কে সিং। কৃষক বিক্ষোভ সম্পর্কে তার দাবি ছিল, ‘দিল্লির কৃষক বিক্ষোভে কৃষক সংখ্যা একেবারেই নগণ্য। এদের দেখে কৃষক বলে মনে হয় না। এখানে বেশিরভাগই বিরোধী দলের সদস্য এবং অনেকে আছে যারা কমিশন নিয়ে বিক্ষোভ করছে’। কেন্দ্রীয় মন্ত্রীর এ মন্তব্যের তীব্র বিরোধিতা করেছে কংগ্রেস। আম আদমি পার্টি আবার ভি কে সিংকে প্রশ্ন করছে, তাহলে কি কৃষকদের লাঙল, বলদ সঙ্গে আনা উচিত ছিল? সূত্র : ভারতীয় মিডিয়া।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন