দিনাজপুরের হিলিতে পাথর বোঝাই ট্রাক ছিনতাই করে পালিয়ে যাওয়ার সময় ছিনতাইকারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করলেন এলাকাবাসী। হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, গত মঙ্গলবার রাত ১১টার দিকে হাকিমপুর পৌরসভাধীন থানা মোড় সংলগ্ন মোছা. বিলকিছ ট্রাক পার্কিংয়ের ভিতরে রাখা (ঢাকা মেট্রো- ট-২২৩৬৭৮) পাথর বোঝাই ট্রাক চুরি করে নিয়ে পালিয়ে যাওয়ার সময় ছাতনী চারমাথা মোড়ে স্থানীয় লোকজন টের পেয়ে ছিনতাইকারি সুজন হোসেন (৩২) কে আটক করে।
পরে এলাকাবাসী হাকিমপুর থানার ওসিকে বিষয়টি জানালে ছাতনী চারমাথা থেকে ট্রাকসহ ছিনতাইকারিকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃত সুজন হোসেন পাবনা জেলার ঈশ্বরদী থানার আটঘরিয়া গ্রামের মো. লোকমান হোসেনের ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন