ছিনতাই হওয়া একটি ট্রাকসহ আজাদুল ইসলাম (৪০) নামে এক ছিনতাইকারীকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে দিয়েছেন এলাকাবাসী। ছিনতাইকারী আজাদুল ইসলাম নাটোরের গুরুদাসপুর উপজেলার সাবগাড়ি এলাকার আব্দুস সামাদের ছেলে।
জানা যায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি ট্রাকে চন্দ্রামোড়ে দাঁড়িয়ে থাকা ৬ ছিনতাইকারী নাটোরে যাওয়ার কথা বলে ট্রাকে ওঠে। পরে তারা ট্রাক চালক রায়হানকে ট্রাকের কেবিনের নিচে বেঁধে নিয়ন্ত্রণ নেয়। ছিনতাইকরা ট্রাকটি নিয়ে তারা গুরুদাসপুর হয়ে সিংড়া উপজেলার বিলদহর এলাকায় ট্রাকটি নিয়ে আসে। এ সময় ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাড়ির ভিতরে ঢুকে পড়ে। এলাকাবাসী ট্রাকটি থামিয়ে ওই বাড়ির মালিককে ক্ষতিপূরণ দেয়ার জন্য চাপ দিতে থাকে। অবস্থা বেগতিক দেখে ট্রাকের ভেতরে থাকা পাঁচ ছিনতাইকারী কৌশলে পালিয়ে যায়। আজাদুল নামে অপরজন পালানোর চেষ্টা করলে এলাকাবাসী ধরে গণপিটুনি দেয়ার সময় ট্রাকের কেবিনের ভিতরে চালককে বাঁধা অবস্থায় দেখতে পায়। এলাকাবাসী চালককে উদ্ধার করে তার হাত-পা মুখের বাঁধন খুলে দিলে চালক ট্রাকটি ছিনতাই হওয়া পুরো ঘটনা বর্ণনা করেন। খবর পেয়ে পুলিশ ছিনতাইকারী আজাদুলকে আহত অবস্থায় উদ্ধার করে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহত ট্রাক চালক রায়হান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার ভাজখালি গ্রামের মৃত আফজাল হোসেনের ছেলে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন