শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

সোনালিকা ট্রাক্টরের মালিক-চালকদেও ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

ফুলবাড়ী (দিনাজপুর) সংবাদদাতা : দিনাজপুরের ফুলবাড়ীতে এসিআই মোটরসের সৌজন্যে সোনালিকা ট্রাক্টরের একদিনের ফ্রি সার্ভিসিং ও মালিক-চালক এবং হেলপারদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার উপজেলার হেলিপ্যাড মাঠে সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই ক্যাম্প পরিচালনা করা হয়। এসিআই মোটরসের সিনিয়র ম্যানেজার প্রকৌশলী হাবিবুর রহমান বলেন, এসিআই মোটরস সারাদেশে সোনালিকা ট্রাক্টরের মালিক, চালক ও হেল্পারদের স্বাস্থ্য পরীক্ষা এবং ট্রাক্টরের ফ্রি সার্ভিসিং ক্যাম্প পরিচালনা করছে। এরই অংশ হিসেবে ফুলবাড়ীতে সোনালিকা ট্রাক্টরের একদিনের ফ্রি সার্ভিস ও গাড়ির মালিক-ড্রাইভারদের ফ্রি স্বাস্থ্য পরীক্ষা সেবা দেয়া হচ্ছে। স্বাস্থ্য পরীক্ষা করছেন ডা: রাজিয়া আক্তারের নেতৃত্বে ৫ সদস্যের একটি মেডিক্যাল টিম। এসিআই মোটরসের এরিয়া ম্যানেজার রুহুল আজম বলেন, সারাদিনে শতাধিক ট্রাক্টরের ফ্রি সার্ভিসিং করা হয়েছে, একই সাথে ২ শতাধিক মালিক, চালক ও হেলপারের স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। ক্যাম্পে রিজিওনাল সার্ভিসিং অফিসার হাছানুজ্জামান, মার্কেটিং ম্যানেজার আবু সালেহসহ এসিআই মোটরসের পদস্থ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন