শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১, ২৩ শাওয়াল ১৪৪৫ হিজরী

ব্যবসা বাণিজ্য

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ভাসমান বাজার

প্রকাশের সময় : ২১ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : গাজীপুরের শ্রীপুরে মাওনা হাইওয়ে থানা পুলিশের প্রত্যক্ষ মদদে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের থানা অঞ্চলের বিভিন্ন স্পটে ভাসমান বাজার স্থাপন করা হয়েছে। সরেজমিন অনুসন্ধানে দেখা যায়, গাজীপুরের বাঘের বাজার এলাকা হতে ভালুকার বগার বাজার পর্যন্ত হাইওয়ে পুলিশের থানা অঞ্চল। বাঘের বাজার, নতুন বাজার, গড়গড়িয়া মাস্টার বাড়ী, ১নং সিএন্ডবি, মাওনা ফ্লাইওভারের নিচে ভাসমান বাজার, চৌরাস্তার কাঁচাবাজার, এমসি বাজার, নয়নপুর, জৈনা বাজার, সিডস্টোর, স্কয়ার মাস্টারবাড়ী, ভরাডোবাসহ বিভিন্ন স্থানে মহাসড়কের উপরেই বসছে হাট-বাজার। মহাসড়কের বাজার বসানোর কারণে ঐ সকল স্থানে প্রতিনিয়তই ঘটছে সড়ক দুর্ঘটনা। গত তিন মাসে এমসি বাজারসহ এসব ভাসমান বাজারে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ১০/১৫ জন পথচারী, অনেকে হয়েছেন পঙ্গু। ফাঁড়ি পুলিশের প্রত্যক্ষ মদদেই চলছে এসব হাট-বাজার। প্রতিটি ভাসমান ব্যবসায়ী, স্থায়ী দোকান থেকে মাশোহারা দিতে হয় পুলিশকে। কিছু কিছু স্থান হতে দৈনিক ভিত্তিতেও চাঁদা দিতে হয় তাদের। মাওনা ফ্লাইওভারের নিচে ফল ব্যবসায়ীরা জানায়, তাদের দোকান হতে প্রতিদিন ৫০ টাকা করে চাঁদা নেয় হাইওয়ে পুলিশ। এ রকম সবার কাছ হতে চাঁদা নেয় তারা। নাম প্রকাশে অনিচ্ছুক আরও কয়েকজন ব্যবসায়ী জানায়, এসব কথা লিখে আমাদের পেটে লাথি দিয়েন না।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন