স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক মো. রইছ-উল-আলম ম-ল গতকাল শনিবার নরসিংদী সফর করেছেন। সফরকালে তিনি দুপুর ১২টায় শিবপুরের কারারচরে থামেক্স গ্রুপ লি. এর সেন্ট্রাল বর্জ্য শোধনাগার (ইটিপি) আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন থামেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা, পরিবেশ অধিদপ্তর ঢাকা অঞ্চলের পরিচালক মো. আলমগীর, ঢাকা জেলা উপ-পরিচালক মো. আব্দুল হাই এবং নরসিংদী কার্যালয়ের সিনিয়র কেমিস্ট মো. আব্দুস সালাম সরকার। উদ্বোধনের পর তিনি থামেক্স গ্রুপের বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। আবদুল কাদির মোল্লা, মহাপরিচালককে ইটিপি ও তার স্থাপনাসমূহ সম্পর্কে ধারণা প্রদান করেন। এর আগে তিনি পরিবেশ অধিদপ্তর নরসিংদীর কার্যালয় পরিদর্শন করেন। এখানকার কর্মকর্তা, কর্মচারীদের সাথে মতবিনিময় করেন।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন