শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

নারী ফুটবলে মাতৃত্বকালীন ছুটি!

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ৬ ডিসেম্বর, ২০২০, ১২:০০ এএম

নারী ফুটবলারদের জন্য নতুন এক নিয়ম করেছে আন্তর্জাতিক ফুটবল সংস্থা (ফিফা)। এখন থেকে মাতৃত্বকালীন ছুটি হিসেবে ১৪ সপ্তাহের ছুটি পাবেন তারা। এরমধ্যে সন্তান জন্মের পর ৮ সপ্তাহের ছুটি থাকবে বাধ্যতাম‚লক। বিশ্বের সকল ফেডারেশন, ক্লাবকে এই নিয়ম মানতে হবে। এছাড়া ছুটি শেষ হলে সংশ্লিষ্ট নারী ফুটবলারকে ক্লাবে বহাল রাখতে হবে। তার চিকিৎসার সমস্ত ব্যয়ভারও বহন করতে হবে।
গতপরশু ফিফার কাউন্সিলে বেশ কিছু নতুন নিয়ম কার্যকর হয়েছে। ফিফা সভাপতি জিওয়ান্নি ইনফান্তিনো নারী ফুটবলারদের ক্যারিয়ার আরও সুন্দর করতে এই উদ্যোগ তাদের, ‘নারী ফুটবলকে এগিয়ে নিতে হলে এসব কিছুর প্রয়োজন। মাতৃত্বকালীন ছুটি দরকার হলে পর্যাপ্ত সে ছুটি তারা পাবেন।’
১৪ সপ্তাহের ছুটি নেওয়ার সময় বেতনের দুই-তৃতীয়াংশ টাকা পাবেন সংশ্লিষ্ট ফুটবলার। গর্ভধারণের জন্য যাতে কোন সমস্যা না হয় সে বিষয়টিও দেখভাল করার কথা বলেছে ফিফা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন