বুধবার, ২২ মে ২০২৪, ০৮ জ্যৈষ্ঠ ১৪৩১, ১৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

আন্তর্জাতিক সংবাদ

ট্রাম্পের আইনজীবী করোনায় আক্রান্ত, হাসপাতালে ভর্তি

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৮ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী ও নিউইয়র্কের সাবেক মেয়র রুডি জুলিয়ানি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। তিনি ট্রাম্পের নির্বাচনসংক্রান্ত মামলা নিয়ে লড়াই করছিলেন। করোনাভাইরাসে সংক্রমিত হওয়ার পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ট্রাম্প এক টুইট বার্তায় এ খবর জানিয়ে দ্রুত তার সুস্থতা কামনা করেন। রোববার স্থানীয় সময় সন্ধ্যায় এক টুইটে জুলিয়ানি তাকে নিয়ে তাদের উদ্বেগের জন্য ‘বন্ধু ও অনুসারীদের’ ধন্যবাদ জানিয়েছেন। তিনি লেখেন, ‘আমি অত্যন্ত ভালো সেবা পাচ্ছি ও ভালো বোধ করছি। দ্রুত সুস্থ হয়ে উঠছি আর সব কিছুই বজায় রেখেছি।’ পরিস্থিতি সম্পর্কে অবগত দুটি সূত্র রয়টার্সকে জানিয়েছেন, রোববার জুলিয়ানি ওয়াশিংটন ডিসির জর্জটাউন বিশ্ববিদ্যালয় হাসপাতালে ছিলেন। জুলিয়ানি এখানে চিকিৎসার জন্য ভর্তি হয়েছেন বলে এদের মধ্যে একজন জানিয়েছেন। বিষয়টি নিশ্চিত করার অনুরোধে তাৎক্ষণিকভাবে হাসপাতালটি সাড়া দেয়নি বলে রয়টার্স জানিয়েছে। জুলিয়ান ট্রাম্পের নির্বাচনী ক্যাম্পের পক্ষ থেকে দায়ের করা মামলাগুলো পরিচালনায় নেতৃত্ব দিয়ে আসছিলেন। ৭৬ বয়সি এ আইনজীবীকে ওয়াশিংটনের জর্জটাউন ইউনির্ভাসিটি হাসপাতালে ভর্তি করা হয়। এরই মধ্যে প্রেসিডেন্সিয়াল টিমের বেশ কয়েকজন করেনায় আক্রান্ত হওয়ায় পর্যাপ্ত সুরক্ষার ব্যবস্থা না নেয়ায় ট্রাম্প প্রশাসনের সমালোচনা হয়েছে। ট্রাম্প বলেছেন, ইতিহাসের সবচেয়ে বড় দুর্নীতির নির্বাচনের তথ্য উন্মোচনে ক্লান্তিহীনভাবে কাজ করে যাচ্ছেন জুলিয়ানি। তাকে নিউইয়র্কের ইতিহাসের সেরা মেয়র হিসেবে অভিহিত করে তার দ্রুত সুস্থতা কামনা করেছেন ট্রাম্প। রোববার সকালে টিভি সাক্ষাৎকার দেয়ার সময় জুলিয়ানিকে অসুস্থ দেখা যায়নি। যদিও আগের সপ্তাহে মিশিগানের আইনসভায় এক শুনানির সময় তার পেটের সমস্যার আলামত পান পাশে বসা লোকজন। এ নিয়ে সংবাদমাধ্যমে খবর বের হয়। বেশ কিছু টিভি চ্যানেল রেকর্ড করা শব্দ শুনিয়ে ট্রাম্পের আইনজীবী জুলিয়ানিকে নিয়ে হাস্যরসও করে। নিউইয়র্কের সাবেক মেয়র জুলিয়ানি গত ৩ নভেম্বরের নির্বাচনের পর থেকেই প্রেসিডেন্ট ট্রাম্পের শীর্ষ আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ করেন। নির্বাচনপরবর্তী সময়ে বিভিন্ন অঙ্গরাজ্যে ভোট জালিয়াতির অভিযোগে ট্রাম্প শিবিরের পক্ষ থেকে অন্তত ৫০টি মামলা হয়। তার মধ্যে ৩০টি মামলা খারিজ হয়ে গেছে। কোথাও কোনো জালিয়াতির প্রমাণ এখনো ট্রাম্প শিবির দেখাতে পারেনি। উল্লেখ্য, দুই সপ্তাহ আগে জুলিয়ানির ছেলে অ্যান্ড্রু জুলিয়ানি করোনায় সংক্রমিত হন। অ্যান্ড্রু হোয়াইট হাউসের একজন কর্মকর্তা। এরআগে হোয়াইট হাউসে প্রেসিডেন্ট ট্রাম্প, ফার্স্ট লেডি মেলানিয়া, ট্রাম্পের দুই ছেলে, চিফ অব স্টাফ, প্রেস সেক্রেটারিসহ ৩০ জনের বেশি করোনায় সংক্রমিত হয়েছেন। সূত্র : এপি, বিবিসি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন