রাজশাহী ব্যুরো : রাজশাহী উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি রাজশাহীর (২০১৬-২০১৮) পরিচালনা পর্ষদের নির্বাচনে রোজেটি নাজনীন সভাপতি নির্বাচিত হয়েছেন। অন্য নির্বাচিতরা হলেনÑসিনিয়র সভাপতি-তাহেরা হাসেন, সহসভাপতি-বিদ্যুৎ আরা মেমি, পরিচালকÑ১) শওকত আরা ২) তামান্না হোসেন ৩) মুশরাৎ জাহান ৪) ফারহানা আকতার ৫) মোসাঃ শামসুন্নাহার ৬) লাবনী ৭) ইশরাত জাহান ৮) ফারজেনা ইয়াসমিন। নির্বাচন পরিচালনা করেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অ্যাডভোকেট অঙ্কুর সেন এবং নির্বাচন বোর্ডের সদস্য অ্যাডভোকেট মো. শহীদুল ইসলাম রোনা এবং অ্যাডভোকেট মো. জহুরুল ইসলাম।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন