আজ ১১ ডিসেম্বর নান্দাইল মুক্ত দিবস। ১৯৭১ এর এই দিনে নান্দাইল থানা পাকিস্তানি হানাদার মুক্ত হয়েছিল। একাত্তরের ১০ ডিসেম্বর রাতে নান্দাইলে মুজিব বাহিনীর সদস্য ন. ম. ম. ফারুকের নেতৃত্বে ওসমান গনি, আবদুল কাইয়ূম, নুরুল ইসলাম, ফজলুর রহমান ও সাহেদ আলী সহ আরো অনেকে নান্দাইল থানার উত্তর দিক খোলা রেখে তিন দিক ঘিরে ফেলে। আত্মসমর্পণ না করলে মুক্তিযোদ্ধারা ঝটিকা আক্রমণ করবে মর্মে ঘোষণা করলে পাকবাহিনীসহ রাজাকার ও আলবদরের একটি দল আঠারবাড়ির দিকে পালিয়ে যায়। সে সময় সুবেদার তাহেরের নেতৃত্বে পুলিশ বাহিনীর ১০/১২ জন সদস্য আত্মসমর্পণ করে। পরে মুজিব বাহিনী ও মুক্তিকামী জনতা রাত ২ টায় প্রথম থানায় পদার্পণ করে স্বাধীন বাংলাদেশের পতাকা উত্তোলন করে। তাই দিনটি গণ্য করা হয় ১১ ডিসেম্বর। ভোর হতে না হতেই এ খবর ছড়িয়ে পড়লে নান্দাইলের সর্বত্র ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে জনতার ঢল নামে। এভাবেই হানাদার মুক্ত হয় নান্দাইল থানা। এ উপলক্ষে নান্দাইল মুক্তিযোদ্ধা কমান্ড বিভিন্ন কর্মসূচী গ্রহন করেছে।
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন