শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

খেলাধুলা

বাবা হারালেন আরাফাত সানি

প্রকাশের সময় : ২২ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং নিষেধাজ্ঞা কাটিয়ে যখন ফেরার স্বপ্ন দেখছেন আরাফাত সানি, ব্রিসবেনের ল্যাবরেটরিতে বয়ো মেকানিক্স পরীক্ষার পূর্ব প্রস্তুতি সেরে ফেলেছেন, তখনই এলো দুঃসংবাদ। হারালেন বাবা। বাংলাদেশ জাতীয় দলের বাঁ হাতি স্পিনার আরাফাত সানির বাবা আবদুর রহিম (৬০) গতকাল ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দীর্ঘদিন তিনি ডায়াবেটিকস জনিত রোগে ভুগছিলেন। শনিবার দিবাগত রাতে সুগার কমে যাওয়ায় এবং গ্যাস্ট্রিকজনিত সমস্যায় হঠাৎ করে শরীরের অবস্থার অবনতি হয়। গতকাল হাসপাতালে নেয়ার পথে দুপুর দেড়টার দিকে তিনি মৃত্যু বরন করেন। মৃত্যুকালে দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আরাফাত সানির বাবার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছে বিসিবি।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন