ওয়েস্ট ইন্ডিজ-ভারত : ২০০৩ সালে টেস্ট র্যাংকিং চালু হওয়ার পর কখনোই তালিকার শীর্ষ উঠতে পারেনি পাকিস্তান। তাদের সর্বোচ্চ সাফল্য র্যাংকিংয়ের দুই নম্বর। এবার আসতে চলেছে তেমন ক্ষণ। চাইলে এখনই উদযাপনটা শুরু করতে পারে পাকিস্তান। ত্রিনিদাদের বিরামহীন বৃষ্টি এমন বার্তাই দিচ্ছে মেসবাহ-উল-হকের দলকে। টেস্ট র্যাংকিংয়ে নিজেদের শীর্ষস্থান ধরে রাখতে ক্যারিবিও সফরে চতুর্থ ও শেষ ম্যাচ জিততেই হবে ভারতকে। ড্র হলেও র্যাংকিংয়ের শীর্ষে উঠে যাবে পাকিস্তান। কিন্তু বৃষ্টির বাধায় এরই মধ্যে শেষ হয়েছে চারদিন। পোর্ট অব স্পেনে সাকুল্যে খেলা হয়েছে সেই প্রথম দিনের ২২ ওভার।
দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড : বৈরী আবহাওয়ার কারণে ডারবান টেস্টে প্রথম দিন খেলা কম হয়েছিল প্রায় ১২ ওভার। পরের দিন সাকুল্যে খেলা চলল ২২ ওভার। তৃতীয় দিনে কোনো বলই গড়ালো না মাঠে। দক্ষিণ আফ্রিকার ২৬৩ রানের জবাবে শুরুতেই ডেল স্টেইনের বোলিং তোপের মুখে পড়ে নিউজিল্যান্ড। ১২ ওভারে ১৫ রান তুলতেই হারাতে হয় দুই ওপেনারকে। স্টেইনের বোলিং ফিগার ৬-৪-৩-২!
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন