শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সারা বাংলার খবর

রাণীশংকৈলে মুখোমুখি সংঘর্ষে আহত-১

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি | প্রকাশের সময় : ১৬ ডিসেম্বর, ২০২০, ৫:১১ পিএম

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ট্রাক-নাইট কোচ মুখোমুখি সংঘর্ষে আহত-১ । নিহতের খবর পাওয়া যায়নি। সরেজমিন ও এলাকা তথ্য মতে জানাগেছে, ঘনকুয়াশার কারণে চালক দেখতে না পাওয়ায় ট্রাক এবং নাইট কোচের ক্রসিং হওয়ার সময় মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঢাকা মেট্রঃ ২৪১১০৯ নং সিমেন্ট ভর্তি ট্রাকটি পালটি খেয়ে পাকা রাস্তার নীচে পড়ে যায় এবং নাইট কোচের যাত্রী বেঁচে গেলেও গাড়ীটির আংশিক ক্ষয়ক্ষতি হয়েছে। ট্রাকের ড্রাইভার মানিক নামক ব্যক্তি গুরুতর আহত হলে তাকে স্থানীয়রা রাণীশংকৈল হাসপাতালে ভর্তি করে।

এপ্রসঙ্গে ড্রাইভার সাংবাদিকদের জানান, কুয়াশার কারনে সে সময় কিছুই দেখা যাচ্ছিলনা। ফলে এঘটনা ঘটে। বুধবার সকাল সাড়ে ৭ টায় ঘটনাটি ঘটেছে উপজেলার বলিদ্বারা তেলপাম্পোর পশ্চিম পাশে রামপুর এলাকায়। এব্যাপারে থানা অফিসার ইনচার্জ এসএম জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত হয়েছে একজন এছাড়া বড় ধরণের কোন ঘটনা ঘটেনি। নাইট কোচটি উদ্ধার করা হয়েছিল। তবে সমঝোতা করে মালিক পক্ষ নিয়েগেছে নাইট কোচটি। ট্রাকটি ঘটনাস্থলে পড়ে রয়েছে।

 

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন