ইনকিলাব ডেস্ক : নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে পুঁজিবাজারের তালিকাভুক্ত আর্থিক খাতের ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (আইপিডিসি) পরিচালনা পর্ষদ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, ইন্ডাস্ট্রিয়াল প্রোমোশন অ্যান্ড ডেভেলপমেন্ট কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের (আইপিডিসি) নাম পরিবর্তন করে আইপিডিসি ফিন্যান্স লিমিটেড করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তবে এটি অনুমোদনের জন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে আগামী ১৭ অক্টোবর বিশেষ সাধারণ সভা (ইজিএম) করবে কোম্পানিটি। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে আগামী ১৫ সেপ্টেম্বর।
উল্লেখ্য, ইজিএমে শেয়ারহোল্ডারদের সম্মতির পর যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনের জন্য কার্যক্রম শুরু করা হবে। আর তাদের অনুমোদন পেলেই নাম পরিবর্তন করতে পারবে কোম্পানিটি। Ñওয়েবসাইট
মোবাইল অ্যাপস ডাউনলোড করুন
মন্তব্য করুন