শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্যবসা বাণিজ্য

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের ৩৫তম সাধারণ অধিবেশন

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

‘সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশ’-এর ৩৫তম সাধারণ অধিবেশন সম্প্রতি সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড-এর প্রধান কার্যালয়ের বোর্ডরুমে অনুষ্ঠিত হয়। বোর্ডের সম্মানিত চেয়ারম্যান অধ্যক্ষ সাইয়্যেদ কামালুদ্দীন জাফরী এতে সভাপতিত্ব করেন। সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের উপদেষ্টা শাহ্ আব্দুল হান্নান, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম আযীযুল হক এবং সেক্রেটারি জেনারেল একিউএম ছফিউল্লাহ্ আরিফসহ ২০টি সদস্য ব্যাংক ও ১টি আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং ব্যবস্থাপনা পরিচালক এবং শরীআহ্ সুপারভাইজরি কমিটি/কাউন্সিলের চেয়ারম্যান ও সদস্যসচিব/সচিবগণ উক্ত সভায় উপস্থিত ছিলেন। সভায় বাংলাদেশে ইসলামী ব্যাংকিংয়ে শরীআহ্ পরিপালন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয় এবং গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সভায় বার্ষিক কর্মপরিকল্পনা ও নিরীক্ষিত ব্যালেন্স শীট অনুমোদিত হয়। এসময় সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের নির্বাহী-কর্মকর্তাবৃন্দ ও সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ডের গবেষক ও কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।Ñপ্রেস বিজ্ঞপ্তি

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন