শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১, ২৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

থিসারার জাফনার লঙ্কাজয়

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২০, ১২:০৫ এএম

লঙ্কা প্রিমিয়ার লিগের (এলপিএল) প্রথম আসরের শিরোপা জিতে নিয়েছে জাফনা স্ট্যালিয়ন্স। শোয়েব মালিকের অলরাউন্ড পারফরম্যান্স ও অধিনায়ক থিসারা পেরেরার ব্যাটিং ঝড়ে ফাইনালে তারা হারিয়েছে গল গ্ল্যাডিয়েটর্সকে। গতপরশু রাতে হাম্বানটোটায় ৫ দলের এই আসরের ফাইনালে জাফনা জিতেছে ৫৩ রানে।
টস জিতে ব্যাটিংয়ে নামা জাফনা ২০ ওভারে তোলে ১৮৮ রান। ওপেনিংয়ে জনসন চার্লস ১৫ বলে করেন ২৬, আভিশকা ফার্নান্দো ২৩ বলে ২৭। মিডল অর্ডারে শোয়েব মালিকের ব্যাট থেকে আসে ৩৫ বলে ৪৬, ধনঞ্জয়া ডি সিলভা ২০ বলে ৩৩। শেষ দিকে থিসারা খেলেন ১৪ বলে ৩৯ রানের ইনিংস। গলের পেসার ধনঞ্জয়া লাকশান নেন ৩ উইকেট, মোহাম্মদ আমির ১টি।
রান তাড়ায় শুরু থেকেই ধুঁকতে থাকা গল কখনও জয়ের সম্ভাবনাই জাগাতে পারেনি সেভাবে। ২ ওভারের মধ্যেই হারায় তারা ৩ উইকেট। পরে অধিনায়ক ভানুকা রাজাপাকসা ও আজম খান কিছুটা উত্তেজনা ফিরিয়ে ছিলেন ম্যাচে। কিন্তু কেউই বড় করতে পারেননি ইনিংস। ৪ ছক্কায় রাজাপাকসা করেন ১৭ বলে ৪০। সাবেক পাকিস্তানি কিপার মইন খানের ছেলে আজম ৪ ছক্কায় করেন ১৭ বলে ৩৬।
ব্যাটিংয়ে কার্যকর ইনিংসের পর বল হাতেও ২ উইকেট নিয়ে ম্যান অব দ্য ফাইনাল শোয়েব মালিক। আরেক পাকিস্তানি উসমান খান শিনওয়ারি নেন ২ উইকট। আসরের সর্বোচ্চ ১৭ উইকেট নিয়ে ও প্রায় ১৬১ স্ট্রাইক রেটে ১২৭ রান করে টুর্নামেন্টের সেরা হয়েছেন তরুণ লেগ স্পিনিং অলরাউন্ডার ভানিদু হাসারাঙ্গা।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন