মঙ্গলবার, ১৬ এপ্রিল ২০২৪, ০৩ বৈশাখ ১৪৩১, ০৬ শাওয়াল ১৪৪৫ হিজরী

সারা বাংলার খবর

রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের তিন নেতার পদ স্থগিত

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৮ ডিসেম্বর, ২০২০, ৫:৩৩ পিএম

কর্মী সভায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রাজশাহী জেলা স্বেচ্ছাসেবক দলের তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। তারা হলেন- জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক ওয়ালি উজ জামান পরাগ, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক এড. আব্দুল আলিম রাসেল। একইসাথে জেলার যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল হক রাসুকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

শুক্রবার (১৮ ডিসেম্বর) স্বেচ্ছাসেবক দলের সহ-দপ্তর সম্পাদক নাজমুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১১ ডিসেম্বর স্বেচ্ছাসেবক দল রাজশাহী জেলার পবা, মোহনপুর উপজেলা এবং কাটাখালী, কেশরহাট, নওহাটা পৌর ইউনিটের কর্মীসভায় বিশৃঙ্খলা সৃষ্টির সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তিন নেতার পদ স্থগিত করা হয়েছে। সেই সাথে কেন অধিকতর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা হবে না তা আগামী ৩ তিনের মধ্যে সংগঠনের কেন্দ্রীয় অফিসে স্বশরীরে উপস্থিত হয়ে কারণ দর্শাতে বলা হয়েছে। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমান এবং সাধারণ সম্পাদক আব্দুল কাদির ভুইয়া জুয়েল এই সকল সিদ্ধান্ত অনুমোদন করেছেন।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

এ সংক্রান্ত আরও খবর

এ বিভাগের অন্যান্য সংবাদ

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন