বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১, ১৪ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

এশিয়ান ক্রিকেটের পরবর্তী সভাপতি বিসিবি প্রতিনিধি

প্রকাশের সময় : ২৩ আগস্ট, ২০১৬, ১২:০০ এএম

বিশেষ সংবাদদাতা : এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভাপতি পদটা রোটেশন অনুযায়ী বরাদ্দ হয়। আবর্তন নিয়মে ১৯৮৮ সালে তৎকালীন বিসিবি সভাপতি এবং বর্তমানের পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহামুদ এবং ২০১০ সালে বিসিবি’র তৎকালীন সভাপতি এবং বর্তমানে পরিকল্পনামন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল (লোটাস কামাল) এফসিএ এসিসি সভাপতির দায়িত্ব পালন করেছেন। এবং তাদের মেয়াদকালে এসিসি’র মেগা ইভেন্ট এশিয়া কাপের স্বাগতিক মর্যাদা পেয়েছে বাংলাদেশ। ২০১২ সালের পর এসিসি’র পরবর্তী সভাপতির জন্য বাংলাদেশকে অপেক্ষা করতে হচ্ছে ৬ বছর। সদ্য সমাপ্ত এসিসি’র সভায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খানের উপর অর্পিত হয়েছে এসিসি সভাপতির দায়িত্ব। তার মেয়াদ শেষ হলেই রোটেশন নিয়মে ২০১৮-২০ মেয়াদে বিসিবি’র প্রতিনিধি নির্বাচিত হবেন এসিসি’র পরবর্তী সভাপতি হিসেবে। এসিসি’র সভা শেষে ফিরে এ তথ্যই দিয়েছেন বিসিবি সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজনÑ‘বাই রোটেশন ভিত্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শাহরিয়ার খান এসিসির দায়িত্ব পেয়েছেন। দুই বছর তিনি এসিসির দায়িত্ব পালন করবেন। পরবর্তীতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একজন এসিসির দায়িত্ব গ্রহণ করবেন।’

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন