বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫ হিজরী

খেলাধুলা

অ্যাডিলেডে আরো যত রেকর্ড

স্পোর্টস ডেস্ক | প্রকাশের সময় : ২০ ডিসেম্বর, ২০২০, ১২:০২ এএম

দিবা-রাত্রির এই টেস্টে বিরাট কোহলির দল দ্বিতীয় ইনিংসে গুটিয়ে যায় মাত্র ৩৬ রানে। ২ উইকেট হারিয়ে ৯০ রানের লক্ষ্য স্পর্শ করে অস্ট্রেলিয়া। ৮ উইকেটের জয়ে চার ম্যাচের সিরিজে এগিয়ে যায় টিম পেইনের দল। ভারতকে সর্বনিম্ন রানের লজ্জায় ডোবানো এই টেস্টে ইনিংসটিতে হয়েছে আরও বেশ কিছু রেকর্ড।

৩৬- টেস্ট ইতিহাসে ভারতের সর্বনিম্ন ইনিংস। তাদের আগের সর্বনিম্ন ছিল ৪২। ১৯৭৪ সালে লর্ডসে ইংল্যান্ড তাদের গুটিয়ে দিয়েছিল কেবল ১৭ ওভারে। সেটিও ছিল টেস্টের তৃতীয় ইনিংস; ফলো অনে পড়ে ব্যাটিং করতে হয়েছিল ভারতকে।

১- টেস্ট ক্রিকেটে এই প্রথম ১১ ব্যাটসম্যান ও অতিরিক্ত থেকে আসা রান দুই অঙ্ক স্পর্শ করেনি। সর্বোচ্চ ৯ রান আসে মায়াঙ্ক আগারওয়ালের ব্যাট থেকে।

১৯- ষষ্ঠ উইকেট পতনের সময় টেস্টে ভারতের সর্বনিম্ন রান। আগের সর্বনিম্ন ছিল ২৫। সব দল মিলে টেস্টে ছয় উইকেট হারিয়ে এর চেয়ে কম রান আছে সাতটি।

২৫- ৫ উইকেট নিতে হেইজেলউডের লেগেছে ২৫ বল। বোলিং স্পেলের শুরু থেকে সবচেয়ে কম বলে ৫ উইকেট নেওয়ার রেকর্ড অস্ট্রেলিয়ার আর্নি টোশ্যাকের, ১৯ বলে, ১৯৪৭-৪৮ মৌসুমে ব্রিসবেনে ভারতের বিপক্ষে। ২০১৫ সালে ট্রেন্ট ব্রিজে অস্ট্রেলিয়ার বিপক্ষে স্টুয়ার্ট ব্রডও ১৯ বলের মধ্যে নিয়েছিলেন ৫ উইকেট।

৮- ৫ উইকেট নিতে হেইজেলউডের খরচ ৮ রান। ইনিংসে ৫ বা তার চেয়ে বেশি উইকেটের জন্য এর চেয়ে কম রান অস্ট্রেলিয়ান বোলাররা খরচ করেছেন কেবল দুইবার।

১.৬- টেস্টে অস্ট্রেলিয়ান বোলারদের ৫ উইকেট শিকারে উইকেটপ্রতি তৃতীয় সর্বনিম্ন রান খরচ, ১৯৪৭ সালে টোশ্যাকের পর যা সর্বনিম্ন। টোশ্যাক ৫ উইকেট নিয়েছিলেন ২ রানে।

৩১- ১৫০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে কামিন্সের লাগল ৩১ ম্যাচ। অস্ট্রেলিয়ার হয়ে যৌথভাবে যা দ্বিতীয় দ্রুততম। ডেনিস লিলি, শেন ওয়ার্ন ও স্টুয়ার্ট ম্যাকগিলেরও লেগেছিল সমান সংখ্যক ম্যাচ। সর্বনিম্ন ২৮ ম্যাচ লেগেছিল ক্ল্যারি গ্রিমেটের।

১৯- এক হাজার রানে পৌঁছাতে আগারওয়ালের লাগল ১৯ ইনিংস, ভারতীয়দের মধ্যে যা তৃতীয় দ্রুততম। বিনোদ কাম্বলির লেগেছিল সর্বনিম্ন ১৪ ইনিংস, ১৮ ইনিংস লেগেছিল চেতশ্বর পুজারার।

১- বিরাট কোহলি টস জয়ের পর ভারতের প্রথম হার। টস জিতে এর আগে ২৫ ম্যাচের ২১টিতেই জিতেছিল ভারত, চার ম্যাচ হয়েছিল ড্র।

৮- দিবা-রাত্রির টেস্টে অস্ট্রেলিয়ার জয় সংখ্যা। এতে তারা এখনও হারেনি কোনো ম্যাচ।

 

Thank you for your decesion. Show Result
সর্বমোট মন্তব্য (0)

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন